আবারও মেট্রো পরিষেবায় সাধারণ যাত্রীদের ভোগান্তি
- আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 206
পুবের কলম ওয়েবডেস্ক : আবারও মেট্রো স্টেশনে যাত্রীদের ভোগান্তি। সোমবার মাঝ রাস্তায় হঠাৎই মেট্রো পরিষেবা বন্ধ করে টালিগঞ্জ মেট্রো স্টেশনে সমস্ত যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। কবি নজরুল মেট্রো স্টেশনের কাছে মেট্রোর একটি রেক খারাপ হওয়ায় দীর্ঘক্ষণ ধরে বন্ধ ছিল যাত্রী পরিষেবা। এমনকি টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত উল্টো দিকের পরিষেবাও বন্ধ রাখা হয়েছিল।
কার্যত সপ্তাহের শুরুতেই মেট্রো পরিষেবার ভোগান্তির মুখে পড়তে হয় সমস্ত যাত্রীদের। পরে অবশ্য পরিষেবা স্বাভাবিক হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে পরিষেবা ব্যঘাত ঘটার এই যে ঘটনা, তা স্টেশনগুলির সমস্ত টিকিট কাউন্টার থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। এরআগে কবি সুভাষ মেট্রো স্টেশনের চারটি পিলারে ফাটল দেখা দেওয়ায় আপাতভাবে এই স্টেশনটি বন্ধ রাখা হয়েছে। তার ফলে যাত্রীদের একাংশ ইতিমধ্যেই ভোগান্তির মধ্যে রয়েছেন।
ইতিমধ্যেই ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো রুটের পরিষেবা চালু হয়েছে। সেক্ষত্রে ইদানিংকালে যাত্রীদের ভিড় যেন উপচে পড়ার মত। আরা তার ওপর দোসর হিসবে জুটেছে মাঝ রাস্তায় পরিষেবা বন্ধ।





















