০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কান থেকে বের হল জীবন্ত কাঁকড়া

ইমামা খাতুন
  • আপডেট : ১ এপ্রিল ২০২২, শুক্রবার
  • / 9

পুবের কলম প্রতিবেদক: একটি জীবন্ত কাঁকড়া ঢুকে পড়েছে এক নারীর কানে! সেটিকে বের করা হচ্ছে। এ ধরনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা গেছে, ডুবঁসাতার দেওয়ার সময় তার কানে ঢুকে পড়ে ওই কাঁকড়াটি। ঘটনাটি ঘটেছে পুয়ের্তো রিকোর রাজধানী ও জনবহুল শহর সান জুয়ানে। ভিডিওতে দেখা যায়, একজন লোক এক জোড়া চিমটি ব্যবহার করে ওই নারীর কান থেকে কাঁকড়াটি বের করার চেষ্টা করছেন। একাধিকবার ব্যর্থ হওয়ার পর সেটি বের করতে পারেন তিনি। এসময় কাঁকড়াটি দেখে চিৎকার করে ওঠেন ওই নারী। বলেন, এটা কি! খবরটি প্রথম সামনে আনে দ্য ইন্ডিপেনডেন্ট।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কান থেকে বের হল জীবন্ত কাঁকড়া

আপডেট : ১ এপ্রিল ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: একটি জীবন্ত কাঁকড়া ঢুকে পড়েছে এক নারীর কানে! সেটিকে বের করা হচ্ছে। এ ধরনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা গেছে, ডুবঁসাতার দেওয়ার সময় তার কানে ঢুকে পড়ে ওই কাঁকড়াটি। ঘটনাটি ঘটেছে পুয়ের্তো রিকোর রাজধানী ও জনবহুল শহর সান জুয়ানে। ভিডিওতে দেখা যায়, একজন লোক এক জোড়া চিমটি ব্যবহার করে ওই নারীর কান থেকে কাঁকড়াটি বের করার চেষ্টা করছেন। একাধিকবার ব্যর্থ হওয়ার পর সেটি বের করতে পারেন তিনি। এসময় কাঁকড়াটি দেখে চিৎকার করে ওঠেন ওই নারী। বলেন, এটা কি! খবরটি প্রথম সামনে আনে দ্য ইন্ডিপেনডেন্ট।