৪৫,০০০ এরও বেশি তেলেঙ্গানার শ্রমিক আরবের দেশগুলোতে কর্মরত রয়েছে: কেন্দ্র

- আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার
- / 23
পুবের কলম,ওয়েবডেস্ক: আরবের দেশগুলোতে ৪৫ হাজারেরও বেশি তেলেঙ্গানার অভিবাসী শ্রমিক কর্মরত রয়েছেন। সাংসদ আর রঘুরাম রেড্ডির উত্থাপিত এক প্রশ্নের জবাবে এমনটাই তথ্য পেশ করেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। সম্প্রতি লোকসভায় বিদেশ প্রতিমন্ত্রী এই বিষয়ে একটি প্রতিলিপি পেশ করেন। যাতে দেখা যাচ্ছে, বিগত কয়েক বছরে বিহার, উত্তরপ্রদেশ এবং রাজস্থান থেকে উল্লেখযোগ্যহারে শ্রমিক গালফ কান্ট্রিতে নানা কাজে গিয়েছেন।
দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলিতে এই সংখ্যা অতীতের তুলনায় খানিকটা হ্রাস পেয়েছে। বলা বাহুল্য, শুধু তেলেঙ্গানা থেকে কত পরিমাণে মানুষ গালফ কান্ট্রিতে কাজের জন্য গিয়েছেন, এবং তাঁদের প্রতি ভারত সরকারের দৃষ্টিভঙ্গি কি এই নিয়ে বিদেশমন্ত্রীর কাছে লিখিত জবাব চেয়েছিলেন সাংসদ আর রঘুরাম রেড্ডি। আর সেই পরিপ্রেক্ষিতে বিদেশ প্রতিমন্ত্রী জানান, ভারত সরকার বিদেশী অভিবাসী কর্মীদের সমস্যা সমাধান এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিচ্ছে। উপসাগরীয় অঞ্চলের পাশাপাশি অন্যান্য যে সকল দেশে অবস্থিত তেলেঙ্গানার শ্রমিকরা কাজ করছেন তাঁদের খোঁজখবর ভারত সরকার রাখেন।
এছাড়া ভারতীয় দূতাবাসগুলি তেলেঙ্গানার শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করছে। এছাড়া যে কোনও জরুরি অবস্থার জন্য যোগাযোগের একাধিক মাধ্যম রয়েছে। যেমন ইমেল, ফোন, হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়া ইত্যাদি। রিপোর্টে এসেছে, ভারতের মোট ৯০ লক্ষ উপসাগরীয়-ভিত্তিক কর্মীবাহিনীর মধ্যে ১৫ লক্ষেরও বেশি শ্রমিক তেলেঙ্গানার। অর্থাৎ মোট শ্রমিকের ৭০ শতাংশ তেলেঙ্গানা থেকে। আর এই সকল অভিবাসী শ্রমিকরা রেমিট্যান্সের মাধ্যমে রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২০২৪ সালে, তেলেঙ্গানা থেকে ২৫,২০০ কোটি টাকারও বেশি রেমিট্যান্স পাওয়া যায়। যা ভারতের মোট রেমিট্যান্সের ৮.১ শতাংশ। প্রবাসী-প্রেরিত অর্থ বা রেমিট্যান্স হল প্রবাসে কর্মরত কোন অভিবাসী কর্মী তার মাতৃরাষ্ট্রে যে অর্থ প্রেরণ করে। উন্নয়নশীল দেশগুলিতে আন্তর্জাতিক অর্থসাহায্যের পাশাপাশি প্রবাসী অভিবাসীদের প্রেরিত অর্থ দেশগুলির অন্তর্মুখী অর্থপ্রবাহের অন্যতম উৎস।