সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘নির্বাচিত’ পদক্ষেপ, উত্তরপ্রদেশ পুলিসের সমালোচনা আসাদউদ্দিন ওয়াইসির

- আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 139
পুবের কলম ওয়েবডেস্ক : অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা মীম এর সভাপতি সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি সোমবার উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে ‘নির্বাচিত’ পদক্ষেপ নেওয়ার অভিযোগ তুলেছেন।
ওয়াইসি এক্স-এ লিখেছেন, উত্তরপ্রদেশ পুলিশের কঠোরতা কেবল মুসলিমদের ক্ষেত্রেই দেখা যায়। শুধুমাত্র শোভাযাত্রার পথ থেকে সরে যাওয়ার মতো ‘অপরাধ’-এর জন্যও। তিনি প্রশ্ন তোলেন, কেন পুলিশ কানওয়ার যাত্রার সময় মুসলিম ব্যবসাগুলিকে লক্ষ্য করে হামলা চালানো কানওয়ার যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, যা ২০২৫ সালের এপ্রিল মাসে কানপুরে ঘটেছিল।
হায়দরাবাদের এই সাংসদ আরও প্রশ্ন তোলেন, “তখন কেন এমন ভিডিও তৈরি হয়নি?” তিনি আরও বলেন, আলাহাবাদ হাইকোর্টও লখনউ জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিল, যাদের কাছে পুনরুদ্ধার নোটিশ পাঠানো হয়েছিল তাদের হোর্ডিং সরাতে। আদালত বলেছিল, এ ধরনের পদক্ষেপ ব্যক্তিগত গোপনীয়তার মৌলিক অধিকার লঙ্ঘন করে।
AIMIM সভাপতি ফিরোজাবাদ পুলিশের শেয়ার করা একটি ভিডিওতে প্রতিক্রিয়া জানান।