দুর্গাপুজোর আগেই বাংলায় পদ্মার ইলিশ
- আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
- / 539
পুবের কলম ওয়েবডেস্ক: দুর্গাপুজোর আগে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এল পদ্মার ইলিশ। মঙ্গলবার গভীর রাতে পেট্রাপোল সীমান্ত দিয়ে ৮টি ট্রাকে প্রায় ৪০ মেট্রিক টন ইলিশ আসে। প্রতিটি মাছের ওজন ১ থেকে দেড় কেজির মধ্যে।
জানা গেছে, আগামী ৫ অক্টোবর পর্যন্ত মোট প্রায় ১২০০ মেট্রিক টন ইলিশ আসবে, যার বরাত পেয়েছে ৩৭টি সংস্থা। বৃহস্পতিবার থেকেই রাজ্যের বিভিন্ন বাজারে মিলবে এই রুপোলি শস্য। ব্যবসায়ীরা ধারণা করছেন, দাম মধ্যবিত্তের নাগালে থাকবে। কয়েক বছর আগে রাজনৈতিক কারণে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও এবছর পুজোর আগে আসায় খুশি মৎস্যপ্রেমীরা।
সারা বছর বাংলাদেশ থেকে ইলিশ রফতানি বন্ধ থাকলেও দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ সরকার প্রতি বছর ভারতে ইলিশ রফতানি করে থাকে ৷ এবছরও ইলিশ রফতানিতে ছাড়পত্র দিয়েছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ৷ মোট ১২০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে বাাংলাদেশ বাণিজ্য মন্ত্রকের তরফে ৷ মোট ৩৭টি সংস্থা এই ইলিশ রফতানির বরাত পেয়েছে ৷ ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানির এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৷














































