পুজোর আগেই বাজারে আসছে পদ্মার ইলিশ
- আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 257
পুবের কলম ওয়েবডেস্ক : দুর্গাপূজার আগেই বাজারে আসতে চলেছে পদ্মার সুস্বাদু ইলিশ। সোমবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক এ ব্যাপারে এক নির্দেশিকা জারি করেছে বলে জানা গেছে। এবছর বাংলাদেশ সরকার পুজোর উপহার হিসাবে মোট ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে।
গত বছর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ২,৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানি অনুমতি দিয়েছিল। কিন্তু এক মাস সময়সীমার মধ্যে এপারের মাছ ব্যবসায়ীরা মাত্র ৫৭৭ মেট্রিক টন মাছ আমদানি করতে পেরেছিলেন। এবার গত জুলাই মাসে ফের ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশের চাহিদা মেটাতে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানায়।
এরই প্রেক্ষিতে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় এবছরে ১,২০০ মেট্রিক টন পদ্মার ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। বাণিজ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী আগামী ১১ই সেপ্টেম্বরের মধ্যে রপ্তানির সঙ্গে যুক্ত ওই দেশের মাছ ব্যবসায়ীরা আবেদন করতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার থেকে পেট্রাপোল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে পারে ইলিশের ট্রাক।


















































