পদ্মফুল চোখে সর্ষেফুল দেখবে, বিজেপিকে কটাক্ষ অভিষেকের

- আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, শনিবার
- / 49
পুবের কলম, ওয়েবডেস্ক: এমনভাবে বোতাম টিপবেন, জেনো দিল্লিতে ভূমিকম্প হয়, শনিবার বীরভূমের সভা থেকে ফের একবার বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ববন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আগামী ১৩ মে আপনারা জোড়াফুলের বোতাম টিপবেন। এমনভাবে বোতাম টিপবেন যে দিল্লিতে ভূমিকম্প হবে। পদ্মফুল চোখে সর্ষেফুল দেখবে।”
বিজেপির নির্বাচনী ইস্তাহারকে কটাক্ষ করে অভিষেক বলেন, “বিজেপির ইস্তাহারে বলা হচ্ছে ৫ বছরে একবার ভোট দেবেন। এই ভোটই আপনাদের জীবনের শেষ ভোট হতে পারে। এরপর হয়তো সংবিধান পাল্টে দেবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি আরও বলেন, “মোদি বলেছেন ১০ বছরে তাঁর দল ট্রেলার দেখিয়েছে। এবার জিতলে সিনেমা দেখাবে। ১০ বছরে রান্নার গ্যাস হাজার টাকা, ডিজেল ৯২ টাকা, পেট্রল ১০০ টাকা, কেরোসিন ৭৫ টাকা, এরপরও সিনেমা দেখতে চান?”