দেশ থেকে সন্ত্রাসবাদকে উপড়ে ফেলা হবে: অমিত শাহ

- আপডেট : ১ মে ২০২৫, বৃহস্পতিবার
- / 21
পুবের কলম,ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ের ঘটনা ঘটেছে প্রায় একসপ্তাহ হয়ে গেছে। এক সপ্তাহের মাথায় পহেলগাঁও নিয়ে প্রথমবার মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম ভাষণেই তিনি স্পষ্ট ভাষায় তিনি জানান, বদলা নেওয়া হবে। কেউ যদি ভাবে কাপুরুষের মতো হামলা চালিয়ে জিতে যাবে, তাহলে তাদের মনে রাখা দরকার এটা নরেন্দ্র মোদির ভারত। তাই একে একে প্রত্যেকের বিরুদ্ধে বদলা নেওয়া হবে।
বৃহস্পতিবার নয়াদিল্লির একটি অনুষ্ঠানে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে গিয়ে তিনি বলেন, “দেশের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদকে উপড়ে ফেলা আমাদের লক্ষ্য। এই উদ্দেশ্য পূরণ হবেই। কেবল ১৪০ কোটি ভারতীয় নন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে গোটা বিশ্ব ভারতের পাশে রয়েছে। বিশ্বের সমস্ত রাষ্ট্র একজোট হয়ে ভারতের সঙ্গে আছে। আমি সকলকে মনে করিয়ে দিতে চাই, যতদিন পর্যন্ত না সন্ত্রাসের মূল ধ্বংস হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে। যারা এই জঘন্য হামলা চালিয়েছে তাদের প্রত্যেককে যথাযথ শাস্তি দেওয়া হবে।”