০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

Breaking:  গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ মে ২০২৩, মঙ্গলবার
  • / 8

পুবের কলম, ওয়েবডেস্ক: ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে মঙ্গলবার গ্রেফতার হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। আল-কাদির ট্রাস্ট  মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে ইসলামাবাদ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা অবস্থায় ইমরান খানকে গ্রেফতারে দেশটিতে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে উঠবে। ইতিমধ্যে পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই।

দলটি টুইটারে তাদের সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছে। টুইটারে উল্লেখ করেছে, এখনই দেশকে রক্ষা করার সময়। এর আগেও লাহোরে ইমরানের বাসভবনে পিটিআই প্রধানকে গ্রেফতার করতে গেলে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআই সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। তবে এবারে ইমরান খানকে সরাসরি গ্রেফতার করায় পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, এমন শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও ইসলামাবাদ পুলিশের প্রধান ইতিমধ্যে কড়া বার্তা দিয়েছেন। শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ছাড়া পুলিশ প্রধান হুমকির স্বরে বলেছেন, কেউ রাস্তায় বিক্ষোভের জন্য নামলে তাকে গ্রেফতার করা হবে। তারপরও  ইমরানের গ্রেফতারের পর অগ্নিগর্ভ পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তানে। করাচি, লাহোর, পেশোয়ারসহ বিভিন্ন শহরে ইতিমধ্যে বিক্ষোভ শুরু হয়েছে।

লাহোরে লিবার্টি চকে জড়ো হয়েছে পিটিআই সমর্থকরা। সেখানে নেতৃত্ব দিচ্ছেন সিনেটর এজাজ চৌধুরী। ইমরানের কর্মীরা ইতোমধ্যে আকবর চক, পেছো রোড, প্রধান ক্যানেল রোড এবং ফয়সাল টাউন বন্ধ করে দিয়েছে। সময় গড়ার সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ইমরান খানের আইনজীবী অভিযোগ করেছেন, আধাসামরিক রেঞ্জার্স বাহিনীর সদস্যরা পিটিআই প্রধানকে গ্রেফতারের সময় নির্যাতন করেছেন। তিনি দাবি করেছেন, রেঞ্জার্স সদস্যরা ইমরান খানের মাথায় আঘাত করেছেন, এ ছাড়া তার পায়ে লাথি মেরেছেন। এমন খবরে ইমরানের সমর্থকরা আরও ক্ষুব্ধ হতে পারেন। পিটিআই নেতা হামাদ আজহার ইমরান খানকে গ্রেফতার করায় দেশের জনগণকে রাস্তায় নামার দাবি করেছেন। তিনি বলেছেন, আজকে ইসলামিক বিশ্বের একজন নেতাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে নির্যাতনের তথ্যও আসছে। এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না।

পিটিআই-এর ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি অনতিবিলম্বে পুরো জাতিকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। তিনি প্রতিবাদের জন্য সবাইকে রাস্তায় নামতে বলেছেন। এ ছাড়া ইমরান খানকে গ্রেফতারের পর কড়া ভাষায় মন্তব্য করেছেন আইএইচসি-এর প্রধান বিচারক আমির ফারুক। তিনি ইমরানকে গ্রেফতারের ১৫ মিনিটের মধ্যে ইসলামাবাদ পুলিশের প্রধান, অ্যাটর্নি জেনারেল ও স্বরাষ্ট্রসচিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আমির ফারুক জানান, তিনি সংযম দেখাচ্ছেন।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking:  গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

আপডেট : ৯ মে ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে মঙ্গলবার গ্রেফতার হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। আল-কাদির ট্রাস্ট  মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে ইসলামাবাদ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা অবস্থায় ইমরান খানকে গ্রেফতারে দেশটিতে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে উঠবে। ইতিমধ্যে পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই।

দলটি টুইটারে তাদের সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছে। টুইটারে উল্লেখ করেছে, এখনই দেশকে রক্ষা করার সময়। এর আগেও লাহোরে ইমরানের বাসভবনে পিটিআই প্রধানকে গ্রেফতার করতে গেলে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআই সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। তবে এবারে ইমরান খানকে সরাসরি গ্রেফতার করায় পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, এমন শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও ইসলামাবাদ পুলিশের প্রধান ইতিমধ্যে কড়া বার্তা দিয়েছেন। শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ছাড়া পুলিশ প্রধান হুমকির স্বরে বলেছেন, কেউ রাস্তায় বিক্ষোভের জন্য নামলে তাকে গ্রেফতার করা হবে। তারপরও  ইমরানের গ্রেফতারের পর অগ্নিগর্ভ পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তানে। করাচি, লাহোর, পেশোয়ারসহ বিভিন্ন শহরে ইতিমধ্যে বিক্ষোভ শুরু হয়েছে।

লাহোরে লিবার্টি চকে জড়ো হয়েছে পিটিআই সমর্থকরা। সেখানে নেতৃত্ব দিচ্ছেন সিনেটর এজাজ চৌধুরী। ইমরানের কর্মীরা ইতোমধ্যে আকবর চক, পেছো রোড, প্রধান ক্যানেল রোড এবং ফয়সাল টাউন বন্ধ করে দিয়েছে। সময় গড়ার সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ইমরান খানের আইনজীবী অভিযোগ করেছেন, আধাসামরিক রেঞ্জার্স বাহিনীর সদস্যরা পিটিআই প্রধানকে গ্রেফতারের সময় নির্যাতন করেছেন। তিনি দাবি করেছেন, রেঞ্জার্স সদস্যরা ইমরান খানের মাথায় আঘাত করেছেন, এ ছাড়া তার পায়ে লাথি মেরেছেন। এমন খবরে ইমরানের সমর্থকরা আরও ক্ষুব্ধ হতে পারেন। পিটিআই নেতা হামাদ আজহার ইমরান খানকে গ্রেফতার করায় দেশের জনগণকে রাস্তায় নামার দাবি করেছেন। তিনি বলেছেন, আজকে ইসলামিক বিশ্বের একজন নেতাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে নির্যাতনের তথ্যও আসছে। এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না।

পিটিআই-এর ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি অনতিবিলম্বে পুরো জাতিকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। তিনি প্রতিবাদের জন্য সবাইকে রাস্তায় নামতে বলেছেন। এ ছাড়া ইমরান খানকে গ্রেফতারের পর কড়া ভাষায় মন্তব্য করেছেন আইএইচসি-এর প্রধান বিচারক আমির ফারুক। তিনি ইমরানকে গ্রেফতারের ১৫ মিনিটের মধ্যে ইসলামাবাদ পুলিশের প্রধান, অ্যাটর্নি জেনারেল ও স্বরাষ্ট্রসচিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। আমির ফারুক জানান, তিনি সংযম দেখাচ্ছেন।