০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানকে প্রায় ৩ কোটি ডলার সাহায্য করছে পাকিস্তান, তাদের ভূখণ্ড দিয়ে ভারতের গম পাঠানো নিয়ে কি বললেন ইমরান ?

পুবের কলম
  • আপডেট : ২৩ নভেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 150

পুবের কলম ওয়েবডেস্ক : আফগানিস্তানকে দু’কোটি ৮০ লাখ ডলারের মানবিক আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।যুদ্ধ বিধ্বস্ত এই দেশটিকে চিকিৎসা, খাদ্য ও অন্যান্য মানবিক চাহিদা মেটানোর জন্য এই অর্থ দিচ্ছে প্রতিবেশী পাকিস্তান।উল্লেখ্য ভারতও আফগানিস্তানকে গম ও ওষুধ পাঠিয়ে মানবিক সাহায্য করেছে। কেবল আর্থিক সাহায্য নয় পাকিস্তানের ভিতর দিয়ে ভারতীয় খাদ্য সহায়তা আফগানিস্তানে পাঠানোর অনুমোদনও দিয়েছে ইমরান খানের সরকার।

সোমবার ইমরান খান রাজধানী ইসলামাবাদে সেদেশের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানে পাঁচ বিলিয়ন পাকিস্তানি রুপি অর্থাৎ দুই কোটি ৮০ লাখ মার্কিন ডলারের মানবিক সহায়তা পাঠানোর কথা বলেন। এই সহায়তার মধ্যে রয়েছে ৫০ হাজার টন গম, জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, শীত নিবারণ সামগ্রী সহ অন্যান্য মানবিক সহায়তা । ইমরান খানের সঙ্গে সেদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক শেষে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।পাকিস্তান সরকার আফগানিস্তানে পণ্য রপ্তানির ওপর শুল্ক কমিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে ৩১ আগস্টে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয়। তবে টানা কয়েক মাস ধরে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে আফগানিস্তান। ১৫ আগস্ট রক্তপাতহীনভাবে কাবুল দখলে নেয় তালিবান।

আরও পড়ুন: Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

আরও পড়ুন: Donald Trump-Shehbaz Sharif: শাহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আফগানিস্তানকে প্রায় ৩ কোটি ডলার সাহায্য করছে পাকিস্তান, তাদের ভূখণ্ড দিয়ে ভারতের গম পাঠানো নিয়ে কি বললেন ইমরান ?

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : আফগানিস্তানকে দু’কোটি ৮০ লাখ ডলারের মানবিক আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।যুদ্ধ বিধ্বস্ত এই দেশটিকে চিকিৎসা, খাদ্য ও অন্যান্য মানবিক চাহিদা মেটানোর জন্য এই অর্থ দিচ্ছে প্রতিবেশী পাকিস্তান।উল্লেখ্য ভারতও আফগানিস্তানকে গম ও ওষুধ পাঠিয়ে মানবিক সাহায্য করেছে। কেবল আর্থিক সাহায্য নয় পাকিস্তানের ভিতর দিয়ে ভারতীয় খাদ্য সহায়তা আফগানিস্তানে পাঠানোর অনুমোদনও দিয়েছে ইমরান খানের সরকার।

সোমবার ইমরান খান রাজধানী ইসলামাবাদে সেদেশের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।বৈঠকে প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানে পাঁচ বিলিয়ন পাকিস্তানি রুপি অর্থাৎ দুই কোটি ৮০ লাখ মার্কিন ডলারের মানবিক সহায়তা পাঠানোর কথা বলেন। এই সহায়তার মধ্যে রয়েছে ৫০ হাজার টন গম, জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, শীত নিবারণ সামগ্রী সহ অন্যান্য মানবিক সহায়তা । ইমরান খানের সঙ্গে সেদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক শেষে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।পাকিস্তান সরকার আফগানিস্তানে পণ্য রপ্তানির ওপর শুল্ক কমিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে ৩১ আগস্টে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয়। তবে টানা কয়েক মাস ধরে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে আফগানিস্তান। ১৫ আগস্ট রক্তপাতহীনভাবে কাবুল দখলে নেয় তালিবান।

আরও পড়ুন: Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

আরও পড়ুন: Donald Trump-Shehbaz Sharif: শাহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প