৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান ভোট এক নজরে

ইমামা খাতুন
  • আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার
  • / 69

পুবের কলম,ওয়েবডেস্ক: জেলে ভরেও বিন্দু মাত্র কমেনি ইমরান খানের (imran khan) জনপ্রিয়তা। একের পর এক জায়গায় জিতছে না হলে এগিয়ে যাচ্ছে ইমরান সমর্থিত প্রার্থীরা। এবার ইমরােনর দল পিটিআই-কে ভোটে লড়তে দেওয়া হয়নি।ইমরান খান’কে জেলে পুরলেও তাঁকে যে এখনও ভালোবাসে দেশের জনতা তা আবারও টের পেল বিরোধীরা। জেলে বসেই চমক দেখাচ্ছে ইমরান।

 

আরও পড়ুন: বুধবার কি জামিন পাবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান?

পাকিস্তানের (pakistan) কুর্সি কার 

আরও পড়ুন: ৬০০ দিনেরও বেশি জেলবন্দি ইমরান খান, ‘ন্যায়বিচারের অপেক্ষা’

                      মোট আসন ২৬৬ (total seat)

ইমরান সমর্থিত নির্দল: এখনও পর্যন্ত ১০০ আসনে এগিয়ে ইমরান সমর্থিত নির্দলরা। 

(ppp) পাকিস্তান পিপলস পার্টি: দ্বিতীয় স্থানে ভুট্টোর দল 

পাকিস্তান মুসলিম লীগ:  পিছিয়ে নাওয়াজের দল।

 

আরও পড়ুন: ইমরান খানকে মুক্তি দেওয়া হোক: মার্কিন কংগ্রেসম্যান

পাক ভোট এক নজরে—-

 

** এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এগিয়ে ইমরান খানের দল। এখনও এগিয়ে ইমরানের নির্দলরা। পাক কমিশন সূত্রের খবর,  ইমরানের নির্দল প্রার্থীরা জিতেছেন ২৩টি আসন।

 

      ** অন্যদিকে  জয়ের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে পিপিপি (ppp)। এখনও পর্যন্ত জিতেছে ২২ আসনে।

 

       ** নওয়াজ শরিফের pml(n) পিএমএল(এন) জয়ী হয়েছে ১৮ আসনে

 

     ** এছাড়া,১টি করে আসন জিতেছে পিএমএল(কিউ), বিএনপি, এমকিউএমপি এবং জেইউআইপি।

 

অন্যদিকে গতকাল রাত থেকেই খোঁজ রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার (election)। বৃহস্পতিবার  রাতে  আচমকাই তাঁর কার্যালয় থেকে উধাও হয়ে যান তিনি। যার জেরে  প্রায় ১৩ ঘণ্টা ধরে বন্ধ ছিল গণনা।  এদিন সকাল থেকে গণনা শুরু হয়। তবে এখনও পর্যন্ত দেখা নেই মুখ্য নির্বাচন কমিশনারের।

এবারের নির্বাচনে তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। দলীয় প্রতীকে  (party symbol) লড়তে পারছে না তাঁর দলের কেউই। বদলে বেগুন প্রতীক নিয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রার্থীরা। ভোটগণনার প্রাথমিক প্রবণতা বলছে, জয়ের বিষয়ে এগিয়ে আছে তারাই। বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোটগ্রহণ (pak vote) শেষ হওয়ার পর, গণনা শুরু হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তান ভোট এক নজরে

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্ক: জেলে ভরেও বিন্দু মাত্র কমেনি ইমরান খানের (imran khan) জনপ্রিয়তা। একের পর এক জায়গায় জিতছে না হলে এগিয়ে যাচ্ছে ইমরান সমর্থিত প্রার্থীরা। এবার ইমরােনর দল পিটিআই-কে ভোটে লড়তে দেওয়া হয়নি।ইমরান খান’কে জেলে পুরলেও তাঁকে যে এখনও ভালোবাসে দেশের জনতা তা আবারও টের পেল বিরোধীরা। জেলে বসেই চমক দেখাচ্ছে ইমরান।

 

আরও পড়ুন: বুধবার কি জামিন পাবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান?

পাকিস্তানের (pakistan) কুর্সি কার 

আরও পড়ুন: ৬০০ দিনেরও বেশি জেলবন্দি ইমরান খান, ‘ন্যায়বিচারের অপেক্ষা’

                      মোট আসন ২৬৬ (total seat)

ইমরান সমর্থিত নির্দল: এখনও পর্যন্ত ১০০ আসনে এগিয়ে ইমরান সমর্থিত নির্দলরা। 

(ppp) পাকিস্তান পিপলস পার্টি: দ্বিতীয় স্থানে ভুট্টোর দল 

পাকিস্তান মুসলিম লীগ:  পিছিয়ে নাওয়াজের দল।

 

আরও পড়ুন: ইমরান খানকে মুক্তি দেওয়া হোক: মার্কিন কংগ্রেসম্যান

পাক ভোট এক নজরে—-

 

** এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এগিয়ে ইমরান খানের দল। এখনও এগিয়ে ইমরানের নির্দলরা। পাক কমিশন সূত্রের খবর,  ইমরানের নির্দল প্রার্থীরা জিতেছেন ২৩টি আসন।

 

      ** অন্যদিকে  জয়ের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে পিপিপি (ppp)। এখনও পর্যন্ত জিতেছে ২২ আসনে।

 

       ** নওয়াজ শরিফের pml(n) পিএমএল(এন) জয়ী হয়েছে ১৮ আসনে

 

     ** এছাড়া,১টি করে আসন জিতেছে পিএমএল(কিউ), বিএনপি, এমকিউএমপি এবং জেইউআইপি।

 

অন্যদিকে গতকাল রাত থেকেই খোঁজ রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার (election)। বৃহস্পতিবার  রাতে  আচমকাই তাঁর কার্যালয় থেকে উধাও হয়ে যান তিনি। যার জেরে  প্রায় ১৩ ঘণ্টা ধরে বন্ধ ছিল গণনা।  এদিন সকাল থেকে গণনা শুরু হয়। তবে এখনও পর্যন্ত দেখা নেই মুখ্য নির্বাচন কমিশনারের।

এবারের নির্বাচনে তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। দলীয় প্রতীকে  (party symbol) লড়তে পারছে না তাঁর দলের কেউই। বদলে বেগুন প্রতীক নিয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রার্থীরা। ভোটগণনার প্রাথমিক প্রবণতা বলছে, জয়ের বিষয়ে এগিয়ে আছে তারাই। বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোটগ্রহণ (pak vote) শেষ হওয়ার পর, গণনা শুরু হয়েছে।