আফগান ভূখণ্ডে সরাসরি হামলা চালানো হুঁশিয়ারি দিল পাকিস্তান

- আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, সোমবার
- / 78
পুবের কলম, ওয়েবডেস্ক: আফগান ভূখণ্ডে সরাসরি হামলা চালানো হুঁশিয়ারি দিল পাকিস্তান। ঠিক কি কারণে এই হুঁশিয়ারি? আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলেছে, সম্প্রতি দুই পক্ষের তীব্র সংঘাতের পর রবিবার পাকিস্তানের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আফগান ভূখণ্ড থেকে আর কোনো ‘সন্ত্রাসী হামলা’ হলে দেশটির অভ্যন্তরে সন্ত্রাসী আস্তানাগুলোতে সরাসরি হামলা চালানো হবে।
ইসলামাবাদের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, পাকিস্তান তালেবানের ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র এবং কমান্ড নোডগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এগুলোকে তারা ‘পাকিস্তানের মাটিতে আক্রমণকারী গোষ্ঠীগুলোর নিরাপদ আশ্রয়স্থল’ হিসেবে চিহ্নিত করেছে।
পাকিস্তান এক বিবৃতিতে বলেছে, ‘আফগান মাটি থেকে জঙ্গি কার্যকলাপের জন্য পাকিস্তান আফগান প্রশাসনকে দায়ী করবে এবং তাদের সতর্ক করে বলা হয়েছে যে, ভবিষ্যতে সীমান্ত এলাকায় আক্রমণের জবাব আফগানিস্তানের অভ্যন্তরে হামলার মাধ্যমে দেয়া হবে।’ এদিকে দুই পড়শি দেশের মধ্যে এই উত্তেজনা নিয়ে আঞ্চলিক মধ্যস্থতাকারীসহ আন্তর্জাতিক সংস্থাগুলি পাকিস্তান এবং আফগানিস্তানকে সংযম দেখানো ও সংলাপে বসার আহ্বান জানিয়েছে।