০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে হেলায় হারিয়ে টেস্ট জয় পাকিস্তানের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 48

পুবের কলম, ওয়েবডেস্কঃ আবিদ আলী, আব্দুল্লাহ শফিকের দুর্দান্ত পার্টনারশিপে ভর করে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট জিতল পাকিস্তান।

২০২ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল পাকিস্তান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের এটি দ্বিতীয় জয়।  আবিদ আলী এদিন দুর্দান্ত ছন্দে ছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরিটা পেলেন না। ফিরে গেলেন ৯১ রানে।

প্রসঙ্গত,  প্রথম ইনিংসে নিজের চতুর্থ টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেছিলেন আবিদ আলী। এই ইনিংসে সেঞ্চুরি পেলে এক অনবদ্য নজির সৃষ্টি করতে পারতেন পাক ক্রিকেটের ইতিহাসে। একটি টেস্টের পর পর দুই ইনিংসে সেঞ্চুরি হতে পারত আবিদের। তা হল না। আব্দুল্লাহ শফিক ৭৩ রানে ফিরে যাওয়ার পর বাকি কাজটা সারলেন আজহার আলী ও অধিনায়ক বাবর আজম। বাবর ১৩ ও আজহার আলী ২৪ রানে অপরাজিত থেকে গেলেন। সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ফলে এগিয়ে গেল পাকিস্তান।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশকে হেলায় হারিয়ে টেস্ট জয় পাকিস্তানের

আপডেট : ৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আবিদ আলী, আব্দুল্লাহ শফিকের দুর্দান্ত পার্টনারশিপে ভর করে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট জিতল পাকিস্তান।

২০২ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল পাকিস্তান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের এটি দ্বিতীয় জয়।  আবিদ আলী এদিন দুর্দান্ত ছন্দে ছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরিটা পেলেন না। ফিরে গেলেন ৯১ রানে।

প্রসঙ্গত,  প্রথম ইনিংসে নিজের চতুর্থ টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেছিলেন আবিদ আলী। এই ইনিংসে সেঞ্চুরি পেলে এক অনবদ্য নজির সৃষ্টি করতে পারতেন পাক ক্রিকেটের ইতিহাসে। একটি টেস্টের পর পর দুই ইনিংসে সেঞ্চুরি হতে পারত আবিদের। তা হল না। আব্দুল্লাহ শফিক ৭৩ রানে ফিরে যাওয়ার পর বাকি কাজটা সারলেন আজহার আলী ও অধিনায়ক বাবর আজম। বাবর ১৩ ও আজহার আলী ২৪ রানে অপরাজিত থেকে গেলেন। সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ফলে এগিয়ে গেল পাকিস্তান।