পুবের কলম প্রতিবেদক: বিতর্কিত আইন পাশ ইজরাইলের। নতুন এই আইন অনুযায়ী, ওয়েস্ট ব্যাঙ্ক এবং গাজার ফিলিস্তিনের অধিবাসী যারা ইজরাইলের ফিলিস্তিনি নাগরিকের সঙ্গে বিবাহ করেছেন, তাদেরকে ইজরাইলের নাগরিকত্ব দেওয়া হবে না। এমনকি ইজরাইলে তাদের থাকার অনুমতিও দেওয়া হবে না। স্বাভাবতই বিতর্কিত এই আইনটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরস।
এই আইনটি সাময়িক অর্থাৎ আগামী ১২ মাসের জন্য বলবৎ করছে ইজরাইল। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব ইজরাইলের কাছে আহ্বান জানান তারা যেন দেশের মধ্যে কোনো রকম বৈষম্যতাকে মান্যতা না দেয়। আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে সাম্য ও ন্যায়ের সঙ্গে সকল নাগরিকের প্রতি দায়িত্বশীল আচরণ করে।ইজরাইল এই আইন মারফত অন্যান্য আরব যেমন লেবানন, ইরাক, ইরান এবং সিরিয়ার অধিবাসীদেরকে তাদের দেশে পরিবারের সঙ্গে মিলিত হওয়ার উদ্দেশ্য প্রবেশ নিষিদ্ধ করেছে।
২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
পুনর্বার পরিবারের সঙ্গে মিলিত হতে পারবেনা ফিলিস্তিনিরা
-
ইমামা খাতুন - আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার
- 245
সর্বধিক পাঠিত































