১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মল্লিকপুর স্টেশনের কাছে বাইরে থেকে ছোঁড়া পাথরে গুরুতর জখম এক ট্রেন যাত্রী

ইমামা খাতুন
  • আপডেট : ৩ অগাস্ট ২০২৫, রবিবার
  • / 113

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : এবার মল্লিকপুরের কাছে ট্রেন লক্ষ্য করে ছোঁড়া হলো পাথর।আর তাতে আঘাত লেগে দাঁত ভাঙল যাত্রীর,ঠোঁটে পড়লো একাধিক সেলাই।রেল যাত্রীদের সূত্রে জানা গেল, শিয়ালদহ দক্ষিন শাখার মল্লিকপুরে স্টেশনে ট্রেন থেকে নামিয়ে মিঠুন মন্ডলকে প্রথমে টিকিট কাউন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে রেলকর্মীরা কোনও সাহায্য করেননি বলে অভিযোগ।

শিয়ালদহ দক্ষিণ শাখার আপ নামখানা লোকালে চেপে রবিবার কলকাতায় যাচ্ছিলেন মিঠুন মণ্ডল নামে এক রেল যাত্রী। দরজার কাছেই দাঁড়িয়েছিলেন। মল্লিকপুর স্টেশনে ঢোকার মুখে আচমকাই তাঁর মুখে এসে লাগে পাথর।অভিযোগ, লাইনের পাশ থেকে কেউ বা কারা সেটি ছুঁড়েছে।আর পাথর লেগে জ্ঞান হারিয়ে ট্রেন থেকে পড়ে যাচ্ছিলেন মিঠুন। পাশে থাকা বন্ধু এবং যাত্রীরা তাঁকে কোনও মতে রক্ষা করেন।

আরও পড়ুন: ওড়িশায় কাজে গিয়ে ট্রেন থেকে নিখোঁজ এগরার জইরুদ্দিন

পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। যাত্রীদের অভিযোগ, এই ঘটনায় কোনো সাহায্য করতে এগিয়ে আসেনি রেল পুলিশ। যাত্রীরা তাঁকে হরিহরপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে মিঠুনকে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তর করা হয়। মিঠুনের উপরের তিনটি দাঁত পড়ে গিয়েছে, আরও চারটি নড়ছে। ঠোঁটে পড়েছে সাতটি সেলাই।

আরও পড়ুন: আরও একটি এসি লোকাল পেতে চলেছে শিয়ালদহ 

মিঠুন পেশায় দিনমজুর। তাঁর পরিবার সূত্রে জানা গেল , মিঠুন সুস্থ হলে সোনারপুর জিআরপিতে অভিযোগ দায়ের করা হবে।তাদের দাবি, আহত যাত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি লোকাল ট্রেনযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করুক রেল কর্তৃপক্ষ।আর এই ঘটনার পরে রেল যাত্রীদের নিরাপত্তা এবং রেলের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ট্রেনের মতন নিরাপদ যাত্রা এখন ভয়াবহ হয়ে উঠছে কেন।যাত্রী নিরাপত্তার দিকে নজর দেবে কবে রেল দফতর।

আরও পড়ুন: Breaking: পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলা, সন্ত্রাসবাদীদের হাতে বন্দি ১০০ যাত্রী

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মল্লিকপুর স্টেশনের কাছে বাইরে থেকে ছোঁড়া পাথরে গুরুতর জখম এক ট্রেন যাত্রী

আপডেট : ৩ অগাস্ট ২০২৫, রবিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : এবার মল্লিকপুরের কাছে ট্রেন লক্ষ্য করে ছোঁড়া হলো পাথর।আর তাতে আঘাত লেগে দাঁত ভাঙল যাত্রীর,ঠোঁটে পড়লো একাধিক সেলাই।রেল যাত্রীদের সূত্রে জানা গেল, শিয়ালদহ দক্ষিন শাখার মল্লিকপুরে স্টেশনে ট্রেন থেকে নামিয়ে মিঠুন মন্ডলকে প্রথমে টিকিট কাউন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে রেলকর্মীরা কোনও সাহায্য করেননি বলে অভিযোগ।

শিয়ালদহ দক্ষিণ শাখার আপ নামখানা লোকালে চেপে রবিবার কলকাতায় যাচ্ছিলেন মিঠুন মণ্ডল নামে এক রেল যাত্রী। দরজার কাছেই দাঁড়িয়েছিলেন। মল্লিকপুর স্টেশনে ঢোকার মুখে আচমকাই তাঁর মুখে এসে লাগে পাথর।অভিযোগ, লাইনের পাশ থেকে কেউ বা কারা সেটি ছুঁড়েছে।আর পাথর লেগে জ্ঞান হারিয়ে ট্রেন থেকে পড়ে যাচ্ছিলেন মিঠুন। পাশে থাকা বন্ধু এবং যাত্রীরা তাঁকে কোনও মতে রক্ষা করেন।

আরও পড়ুন: ওড়িশায় কাজে গিয়ে ট্রেন থেকে নিখোঁজ এগরার জইরুদ্দিন

পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। যাত্রীদের অভিযোগ, এই ঘটনায় কোনো সাহায্য করতে এগিয়ে আসেনি রেল পুলিশ। যাত্রীরা তাঁকে হরিহরপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে মিঠুনকে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তর করা হয়। মিঠুনের উপরের তিনটি দাঁত পড়ে গিয়েছে, আরও চারটি নড়ছে। ঠোঁটে পড়েছে সাতটি সেলাই।

আরও পড়ুন: আরও একটি এসি লোকাল পেতে চলেছে শিয়ালদহ 

মিঠুন পেশায় দিনমজুর। তাঁর পরিবার সূত্রে জানা গেল , মিঠুন সুস্থ হলে সোনারপুর জিআরপিতে অভিযোগ দায়ের করা হবে।তাদের দাবি, আহত যাত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি লোকাল ট্রেনযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করুক রেল কর্তৃপক্ষ।আর এই ঘটনার পরে রেল যাত্রীদের নিরাপত্তা এবং রেলের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ট্রেনের মতন নিরাপদ যাত্রা এখন ভয়াবহ হয়ে উঠছে কেন।যাত্রী নিরাপত্তার দিকে নজর দেবে কবে রেল দফতর।

আরও পড়ুন: Breaking: পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলা, সন্ত্রাসবাদীদের হাতে বন্দি ১০০ যাত্রী