পুবের কলম, ওয়েব ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা.) স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তিপত্রের একটি প্রতিলিপি উপহার দিয়েছেন জেরুসালেমের গ্রিক অর্থোডক্স পাদরি থিওফিলোস জিয়ানোপোলোস। ৬৩৮ খ্রিষ্টাব্দে জেরুসালেম দখলের পর খ্রিস্টান সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন হজরত ওমর (রা.)।
গত রবিবার ইস্তাম্বুলের দোলমাবাহচে প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকে এই প্রতিলিপি তুলে দেওয়া হয়। বৈঠকে গাজায় ইসরাইলের আগ্রাসন, জেরুসালেমের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা এবং বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান নিয়ে আলোচনা হয়। এতে অংশ নেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানসহ প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টারা।
এরদোগান বৈঠকে বলেন, ইসরাইলের পদক্ষেপ জেরুসালেমের ঐতিহাসিক মর্যাদা ও পবিত্রতাকে ধ্বংস করছে। তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু ভয়াবহ গণহত্যার নকশা বাস্তবায়ন করছেন, যেখানে মসজিদ ও চার্চ কোনো কিছুই রক্ষা পাচ্ছে না। এরদোগান জোর দেন, মুসলিম ও খ্রিস্টান ঐতিহ্যবাহী স্থাপনার সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা জোরদার করতে হবে।
আঙ্কারা বহুদিন ধরেই পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়ে আসছে। তুরস্কের মতে, এটাই ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধানের একমাত্র পথ।





















