বিসিসিআই-কে কড়া হুঁশিয়ারি পিসিবি-র চেয়ারম্যান মহসিন নকভির
- আপডেট : ২৪ অগাস্ট ২০২৫, রবিবার
- / 255
পুবের কলম ওয়েবডেস্ক : সময় এসেছে আর হাত পাতব না, ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমান মর্যাদার ভিত্তিতে। তাই দাবি আদায়ের জন্য আর কোনও অনুরোধ নয়, বললেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি।
২০২৫-এর এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যখন উত্তেজনা চরমে ঠিক তখনই পিসিবি-র চেয়ারম্যান মহসিন নকভির মন্তব্যে নতুন করে এক আলোড়ন সৃষ্টি করেছে। লাহোরের এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন তিনি। পহেলগাম কাণ্ড এবং অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান সম্পর্ক কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে। তবু ভারত সরকার এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে সম্মতি দিয়েছে।
এই প্রেক্ষাপটে নকভির মন্তব্য স্পষ্ট করে দিচ্ছে, পাকিস্তান আর কোনমতেই বিসিসিআই-এর কাছে গিয়ে সিরিজে খেলার জন্য অনুরোধ করবে না। ২০০৮ সালের পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আপাতত বন্ধ রয়েছে। বর্তমানে কেবল আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টেই কেবল মুখোমুখি হয় দুই দেশ। তাই এবারও নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরশাহির দুবাই ও আবু ধাবিতে হবে ভারত-পাকিস্তান ম্যাচ।
নির্ধারিত সূচি অনুযায়ী, ১৪ ই সেপ্টেম্বর প্রথমবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। আর যদি সুপার ফোরে জায়গা পাকা হয় তাহলে আবার দেখা হবে ২১ সেপ্টেম্বর। আর ফাইনালে পৌঁছালে 28 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভারত বনাম পাকিস্তানের তৃতীয় মহারণ। এইবারের এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ই সেপ্টেম্বর। আর চলবে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত। মোট আটটি দল অংশ নেবে এই ম্যাচে।
টি-টোয়েন্টি ফরম্যাটে হবে প্রতিযোগিতা। ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা যে এখন তুঙ্গে তা আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু প্রতিযোগীতার আগেই নকভির এইরূপ মন্তব্য দুই দেশের সম্পর্কের টানাপোড়েন উসকে দিল।

































