গুলি চালিয়ে মানুষ মারল শান্তিরক্ষীরা, ক্ষুব্ধ গুতেরেস

- আপডেট : ১ অগাস্ট ২০২২, সোমবার
- / 6
পুবের কলম ওয়েবডেস্কঃ কঙ্গোয় নিয়োজিত রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী সদস্যদের গুলিতে ২ জন নিহত হয়েছেন। আহত অনেকে। রাষ্ট্রসংঘ জানিয়েছে, দেশটির একটি সীমান্ত চৌকিতে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, রবিবার ছুটি শেষে কঙ্গো সীমান্তে কাজে যোগ দেওয়ার কথা ছিল অভিযুক্ত জওয়ানদের। সেই সময়েই আচমকা গাড়ি থেকে একদল সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালায় শান্তিরক্ষা বাহিনীর দুই সদস্য।
এতে মৃত্যু হয় দু’ জনের। আহত হন আশপাশের প্রায় ১৫ জন। গুলি চালানোর পরেই তাড়াতাড়ি গাড়ি চালিয়ে পালিয়ে যায় দুই অভিযুক্ত। গোটা ঘটনার একটি ভিডিও বেশ কিছু জায়গায় ছড়িয়ে পড়েছে। কঙ্গোয় নিযুক্ত রাষ্ট্রসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি বিন্টো কেইতা এক বিবৃতিতে বলেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং সন্দেহভাজন অপরাধীদের আটক করা হয়েছে।
কঙ্গো কর্তৃপক্ষের সহযোগিতায় তদন্ত চলছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব। তাঁর মুখপাত্র টু্ইট করে জানান, ‘রবিবার সকালে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীর দুই সেনা কঙ্গো-উগান্ডা সীমান্তে নির্বিচারে গুলি চালিয়েছে। এই মারাত্মক ঘটনায় অত্যন্ত বিরক্ত মহাসচিব গুতেরেস।’ রাষ্ট্রসংঘের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে, ঘটনার সময়ে গুলি চালানোর প্রয়োজন ছিল না।