০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সংরক্ষণের সুবিধা পাননি সমাজের নিম্নস্তরের মানুষজন, মন্তব্য মানবাধিকার কমিশন প্রধানের

সামিমা এহসানা
  • আপডেট : ১২ অক্টোবর ২০২২, বুধবার
  • / 241

পুবের কলম, ওয়েব ডেস্ক: সংরক্ষণের সুফল পাচ্ছেন না সমাজের প্রকৃত অর্থে পিছিয়ে পড়া মানুষজন। এমনটাই জানিয়েছেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান- অবসরপ্রাপ্ত বিচারপতি, অরুণ কুমার মিশ্র। বুধবার মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তব্য রাখার সময় এমনই মন্তব্য করেছেন তিনি। দেশের সংশোধনাগারগুলি সংস্কার করার আর্জিও জানিয়েছেন।

তিনি বলেছেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও রাজনৈতিক উন্নয়নের জন্য বহুবিধ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু আরও বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে মনে করেন তিনি। প্রাক্তন বিচারপতি বলেন, ভারতে অনুন্নত জনগোষ্ঠীর উন্নয়নের জন্য ইতিমধ্যেই অনেক ধরণের আর্থ-সামাজিক কল্যানমূলক প্রকল্প রয়েছে। তারপরও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সংরক্ষণ জরুরি। ওই অনুষ্ঠানে তিনি আরও অনেকগুলি মানবাধিকার সম্পর্কিত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। লিঙ্গ বৈষম্য দূরীকরণ সম্পর্কেও মন্তব্য করেছেন প্রাক্তন বিচারপতি অরুণ কুমার মিশ্র।

আরও পড়ুন: OBC Certificate case: তারিখ পে তারিখ, ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল শুনানি

ভারতে সংরক্ষণ বিষয়ে দ্বিমত রয়েছে। এক পক্ষ মনে করেন, সংরক্ষণের এখন আর কোনো প্রয়োজন নেই। আবার অন্য পক্ষের মতে, সংরক্ষণ আছে বলেই রাজনীতি থেকে সমাজের অন্যান্য স্তরে উঠে আসার সুযোগ পাচ্ছেন পিছিয়ে পড়া মানুষজন। যদিও ওবিসি-এসসি রা সংরক্ষণের সুফল পেলেও ক্রমশ পিছিয়ে পড়ছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। অনেকে মনে করেন, জাতিভিত্তিক সংরক্ষণের বদলে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের সংরক্ষণের আওতায় আনুক সরকার। যাতে সত্যিকারের সুবিধাবঞ্চিত মানুষজন সংরক্ষণের আওতায় আসতে পারে।

আরও পড়ুন: ওবিসি জট কাটতেই প্রকাশিত রাজ্যের জয়েন্টের মেধাতালিকা, প্রথম দশে কারা…? 

আরও পড়ুন: ওবিসি নিয়ে আদালত অবমাননা মামলায় হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সংরক্ষণের সুবিধা পাননি সমাজের নিম্নস্তরের মানুষজন, মন্তব্য মানবাধিকার কমিশন প্রধানের

আপডেট : ১২ অক্টোবর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: সংরক্ষণের সুফল পাচ্ছেন না সমাজের প্রকৃত অর্থে পিছিয়ে পড়া মানুষজন। এমনটাই জানিয়েছেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান- অবসরপ্রাপ্ত বিচারপতি, অরুণ কুমার মিশ্র। বুধবার মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তব্য রাখার সময় এমনই মন্তব্য করেছেন তিনি। দেশের সংশোধনাগারগুলি সংস্কার করার আর্জিও জানিয়েছেন।

তিনি বলেছেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও রাজনৈতিক উন্নয়নের জন্য বহুবিধ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু আরও বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে মনে করেন তিনি। প্রাক্তন বিচারপতি বলেন, ভারতে অনুন্নত জনগোষ্ঠীর উন্নয়নের জন্য ইতিমধ্যেই অনেক ধরণের আর্থ-সামাজিক কল্যানমূলক প্রকল্প রয়েছে। তারপরও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সংরক্ষণ জরুরি। ওই অনুষ্ঠানে তিনি আরও অনেকগুলি মানবাধিকার সম্পর্কিত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। লিঙ্গ বৈষম্য দূরীকরণ সম্পর্কেও মন্তব্য করেছেন প্রাক্তন বিচারপতি অরুণ কুমার মিশ্র।

আরও পড়ুন: OBC Certificate case: তারিখ পে তারিখ, ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল শুনানি

ভারতে সংরক্ষণ বিষয়ে দ্বিমত রয়েছে। এক পক্ষ মনে করেন, সংরক্ষণের এখন আর কোনো প্রয়োজন নেই। আবার অন্য পক্ষের মতে, সংরক্ষণ আছে বলেই রাজনীতি থেকে সমাজের অন্যান্য স্তরে উঠে আসার সুযোগ পাচ্ছেন পিছিয়ে পড়া মানুষজন। যদিও ওবিসি-এসসি রা সংরক্ষণের সুফল পেলেও ক্রমশ পিছিয়ে পড়ছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। অনেকে মনে করেন, জাতিভিত্তিক সংরক্ষণের বদলে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের সংরক্ষণের আওতায় আনুক সরকার। যাতে সত্যিকারের সুবিধাবঞ্চিত মানুষজন সংরক্ষণের আওতায় আসতে পারে।

আরও পড়ুন: ওবিসি জট কাটতেই প্রকাশিত রাজ্যের জয়েন্টের মেধাতালিকা, প্রথম দশে কারা…? 

আরও পড়ুন: ওবিসি নিয়ে আদালত অবমাননা মামলায় হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চ