বিহারের মানুষ এবার নতুন বিকল্প ‘জন সুরজ’, মোদিকে আক্রমণ প্রশান্ত কিশোরের
- আপডেট : ৮ নভেম্বর ২০২৫, শনিবার
- / 49
পুবের কলম, ওয়েবডেস্ক: লালু প্রসাদ যাদবের ভয় মানুষের মনে ঢুকিয়ে জিততে চাইছেন নরেন্দ্র মোদি। প্রথম দফার নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই গেরুয়া শিবিরকে বিঁধলেন প্রাক্তন ভোটকুশলী ও জন সুরজ দলের সুপ্রিমো প্রশান্ত কিশোর। শনিবার মোদিকে আক্রমণ করে তিনি বলেন, বিহারের ভোটারদের মধ্যে লালু প্রসাদ যাদবের ভয় ঢোকানোর চেষ্টা করছে বিজেপি। এর মাধ্যমেই বিহারের ভোট বৈতরণী পার করার চেষ্টা করছেন মোদি। বিহারের মানুষ এবার নতুন বিকল্প খুঁজছেন। সেই বিকল্প জন সুরজ।
প্রাক্তন ভোটকুশলীর বক্তব্য, গত কয়েক দশক ধরে, এনডিএ, বিজেপি এবং নীতিশ কুমারের ভোট পাওয়ার সবচেয়ে ভালো উপায় হল, লালুর ভয় দেখানো। যাতে মানুষ বলতে পারে যে, উন্নয়ন হোক বা না হোক, অন্তত ‘জঙ্গলরাজ’ ফিরে আসেনি। কিন্তু এবার পরিস্থিতি বদলে গিয়েছে।”
































