চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী চাকরি, মার্সিক ৩০ হাজার বেতন: ভোটের বিহারে প্রতিশ্রুতি তেজস্বীর

- আপডেট : ২২ অক্টোবর ২০২৫, বুধবার
- / 55
পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারে ক্ষমতায় ফিরলে মিলবে চাকরি। ভোটের বিহারে এমনই প্রতিশ্রুতি দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বুধবার তিনি ঘোষণা করেছেন, যদি বিহারে ইন্ডিয়া জোট সরকার গঠন করে, তবে রাজ্যের বিভিন্ন বিভাগের কর্মরত সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী চাকরি দেওয়া হবে। প্রায় ২ লক্ষ ‘জীবিকা দিদি’ কমিউনিটি মোবিলাইজারকে স্থায়ী করা হবে। আরজেডি নেতার কথায়, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট জিতলে কমিউনিটি মোবিলাইজাররা মাসিক ৩০ হাজার টাকা বেতন পাবেন।
বুধবার সাংবাদিকদের যাদব বলেন, রাজ্যে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে ‘জীবিকা দিদি’ যে ঋণ নিয়েছে তার সুদ মকুব করা হবে। বিহার সরকার বিশ্বব্যাংক সমর্থিত বিহার গ্রামীণ জীবিকা প্রকল্প (বিআরএলপি) পরিচালনা করে, যা ‘জীবিকা’ নামে পরিচিত। যার লক্ষ্য গ্রামীণ দরিদ্রদের সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করা। এই প্রকল্পের সঙ্গে যুক্ত মহিলাদের বলা হয় ‘জীবিকা দিদি’।