১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘অশান্তি হতে পারে’ ভেবে নিয়ে পরপর তৃতীয় দিন জুম্মার নামায বন্ধ শ্রীনগরের জামিয়া মসজিদে

সামিমা এহসানা
  • আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, শুক্রবার
  • / 57

পুবের কলম ওয়েব ডেস্ক:  ফিলিস্তিনের পক্ষে সওয়াল করতে পারেন শ্রীনগরবাসী আর তার জেরে অশান্তি হতে পারে, এমনটা ধরে নিয়ে পর পর তৃতীয় দিনও ইতিহাসিক জামিয়া মসজিদে জুম্মার নামায বন্ধ রাখার নির্দেশ দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন।

নাওহাট্টা এলাকায় অবস্থিত ইতিহাসিক মসজিদটিতে শুক্রবার তালা ঝুলিয়ে দেওয়া হয়। বাইরে পুলিশ মোতায়েন করা হয়। যাতে মসজিদে কেউ না ঢুকতে পারে। নামায না পড়তে পারে। ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ যদি জানায় শ্রীনগরের বাসিন্দারা তাহলে অশান্তি কেন হতে যাবে, তার ব্যাখ্যা অবশ্য দেয়নি প্রশাসন।

আরও পড়ুন: সরকারি নির্দেশে রমযান মাসের শেষ জুম্মায় বন্ধ হল শ্রীনগরের জামিয়া মসজিদ, মিলল না নামাযের অনুমতি

হুরিয়াত কনফারেন্স প্রধান ও জামিয়া মসজিদের খাতিব মির ওয়াইজ উমর ফারুখ বলেন, বারবার মসজিদে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা বুঝিয়ে দিচ্ছে, কেমন আছে জম্মু ও কাশ্মীর। পরিস্থিতি কতটা স্বাভাবিক তাও বোঝা যাচ্ছে।

উল্লেখ্য, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পর পর তিনদিন জুম্মার নামায বাতিল করা হয়েছে ওই মসজিদে।

হুরিয়াত কনফারেন্সের পক্ষ থেকে বলা হয়েছে, যতই প্রতিবন্ধকতা চাপিয়ে দেওয়া হোক বা আটকানোর চেষ্টা করা হোক, কাশ্মীরিরা ফিলিস্তিনিদের পাশেই থাকবে।

হুরিয়াতের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধ কখনও শান্তি আনতে পারে না। যুদ্ধ শুধু ধ্বংসের দিকে নিয়ে যায়। অবিশ্বাস, নিরাপত্তাহীনতা আর নিষ্ঠুরতা বয়ে আনে।

তাদের মতে, গাজার হাজার হাজার শিশুকে বোমা হামলায় হত্যা করা হচ্ছে। হাসপাতাল-বাড়ি ঘর ভেঙে ফেলা হচ্ছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ মানবতার উপর কলঙ্ক। একটানা যুদ্ধ চলছে। আর যারা নিজেদেরকে মানবাধিকার রক্ষার প্রহরী বলে দাবি করে, তারা হয় এই যুদ্ধকে সমর্থন জানাচ্ছে। না হয় চুপ থাকছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘অশান্তি হতে পারে’ ভেবে নিয়ে পরপর তৃতীয় দিন জুম্মার নামায বন্ধ শ্রীনগরের জামিয়া মসজিদে

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক:  ফিলিস্তিনের পক্ষে সওয়াল করতে পারেন শ্রীনগরবাসী আর তার জেরে অশান্তি হতে পারে, এমনটা ধরে নিয়ে পর পর তৃতীয় দিনও ইতিহাসিক জামিয়া মসজিদে জুম্মার নামায বন্ধ রাখার নির্দেশ দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন।

নাওহাট্টা এলাকায় অবস্থিত ইতিহাসিক মসজিদটিতে শুক্রবার তালা ঝুলিয়ে দেওয়া হয়। বাইরে পুলিশ মোতায়েন করা হয়। যাতে মসজিদে কেউ না ঢুকতে পারে। নামায না পড়তে পারে। ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদ যদি জানায় শ্রীনগরের বাসিন্দারা তাহলে অশান্তি কেন হতে যাবে, তার ব্যাখ্যা অবশ্য দেয়নি প্রশাসন।

আরও পড়ুন: সরকারি নির্দেশে রমযান মাসের শেষ জুম্মায় বন্ধ হল শ্রীনগরের জামিয়া মসজিদ, মিলল না নামাযের অনুমতি

হুরিয়াত কনফারেন্স প্রধান ও জামিয়া মসজিদের খাতিব মির ওয়াইজ উমর ফারুখ বলেন, বারবার মসজিদে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা বুঝিয়ে দিচ্ছে, কেমন আছে জম্মু ও কাশ্মীর। পরিস্থিতি কতটা স্বাভাবিক তাও বোঝা যাচ্ছে।

উল্লেখ্য, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পর পর তিনদিন জুম্মার নামায বাতিল করা হয়েছে ওই মসজিদে।

হুরিয়াত কনফারেন্সের পক্ষ থেকে বলা হয়েছে, যতই প্রতিবন্ধকতা চাপিয়ে দেওয়া হোক বা আটকানোর চেষ্টা করা হোক, কাশ্মীরিরা ফিলিস্তিনিদের পাশেই থাকবে।

হুরিয়াতের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধ কখনও শান্তি আনতে পারে না। যুদ্ধ শুধু ধ্বংসের দিকে নিয়ে যায়। অবিশ্বাস, নিরাপত্তাহীনতা আর নিষ্ঠুরতা বয়ে আনে।

তাদের মতে, গাজার হাজার হাজার শিশুকে বোমা হামলায় হত্যা করা হচ্ছে। হাসপাতাল-বাড়ি ঘর ভেঙে ফেলা হচ্ছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ মানবতার উপর কলঙ্ক। একটানা যুদ্ধ চলছে। আর যারা নিজেদেরকে মানবাধিকার রক্ষার প্রহরী বলে দাবি করে, তারা হয় এই যুদ্ধকে সমর্থন জানাচ্ছে। না হয় চুপ থাকছে।