পরিবহন দফতরের নয়া নির্দেশিকা, বাণিজ্যিক যানবাহনের কর প্রদানের সময় লাগবে পারমিট

- আপডেট : ১১ জুলাই ২০২৫, শুক্রবার
- / 213
পুবের কলম প্রতিবেদকঃ বাণিজ্যিক যানবাহনের কর প্রদানের ক্ষেত্রে এবার পদক্ষেপ নিল রাজ্য পরিবহন দফতর। পাশাপাশি যাত্রীবাহী বাণিজ্যিক গাড়ির পারমিটের ক্ষেত্রেও নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য পরিবহন দফতরের পক্ষ থেকে। বাণিজ্যিক গাড়ির পারমিটকে এবার থেকে পোর্টালে আপলোড করা বাধ্যতামূলক হতে চলেছে।
পরিবহন দফতর সুত্রের খবর, গত ৪ জুলাই জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে গাড়ির পারমিট সংক্রান্ত যাবতীয় কাজকর্ম অনলাইনে মেটানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। আর সেক্ষেত্রে গাড়ির কর জমার ক্ষেত্রে অবশ্যই যানবাহনের মালিকের নামে পারমিট থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এমনকী পারমিত সমেত গাড়ি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রেও গাড়ির ক্রেতা এবং বিক্রেতাকে আগাম হলফনামা দিয়ে বিষয়টি পরিবহন দফতরকে জানাতে হবে। সে ক্ষেত্রে ‘বাহন’ পোর্টালের মাধ্যমে অন লাইন প্রক্রিয়ায় ওই কাজ করতে হবে। যদি কোনো বাণিজ্যিক যানের ডিজিটাইজ পারমিট না থাকে, সেক্ষেত্রে গাড়ির ট্যাক্স প্রদানের সময় পারমিটের প্রতিলিপি জমা দিতে হবে। এছাড়া বাকি সব যানবাহন-মালিকদের পারমিট স্ক্যান করে ডিজিটাল কপি আপলোড করার কথাও বলা হয়েছে নির্দেশিকায়।
অন্যদিকে পারমিটের জন্য আবেদন সংক্রান্ত নির্দেশিকায় বলা হয়েছে, কোনও নির্দিষ্ট রুটের জন্য আবেদন করতে চাইলে সেক্ষেত্রে আবেদনকারীকে পরিবহন দফতর থেকে অফার লেটার দেওয়া হবে। এর পর অফার লেটারের ভিত্তিতে সর্বোচ্চ ছয় মাসের মধ্যেই আবেদন করতে হবে। অফার লেটারের মেয়াদ শেশ হলে আর আবেদন করা যাবেনা।