০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নবান্নের কন্ট্রোল রুমে ফোন ১৫০ পরিবারের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২২, রবিবার
  • / 76

পুবের কলম প্রতিবেদকঃ ইউক্রেনে আটকে থাকা বাঙালিদের ফেরাতে তৎপর হয়েছে নবান্ন। আগেই তারা হেল্পলাইন নম্বর চালু করে ছিল। যাতে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারে আটকে থাকা পরিবারের লোকজনরা। শেষ পাওয়া খবর অনুযায়ী– শনিবার পর্যন্ত নবান্নে ১৫০টি পরিবারের ফোন এসেছিল। যাদের পরিবারের সদস্যরা ইউক্রেনে আটকে রয়েছে। গত ৩৬ ঘণ্টায় ১৫০টি পরিবার নবান্নের কন্ট্রোলরুমে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেছে। তাঁরা রাজ্য সরকারকে অনুরোধ করেছেন তাঁদের বাড়ির সদস্যদের ইউক্রেন থেকে নিরাপদে উদ্ধার করে আনতে। নবান্নের এই কন্ট্রোলরুম ৭ মার্চ পর্যন্ত খোলা থাকবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য– বাংলার ঠিক কতজন ইউক্রেনে আটকে রয়েছে তার সম্পূর্ণ তথ্য রাজ্য সরকারের কাছে ছিল না। ফলে ইউক্রেনে আটকে থাকা বাঙালিদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে নবান্ন। সেখানকার বাঙালিদের খোঁজ পেতে ও পাশে দাঁড়াতে হেল্পলাইন নম্বর চালু করে নবান্ন। সেইমতো নবান্নে ফোন আসতে শুরু করেছে। জানা গিয়েছে– ইউক্রেনে আটকে থাকা বাঙালিদের একটা বড় অংশই ডাক্তারি পডYয়া। তাঁরা যাতে নিরাপদে রাজ্যে ফিরে আসতে পারে সেই অনুরোধ ওই পরিবারগুলির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে করা হয়েছে। বেশকিছু পরিবার আবার জানিয়েছে– গত ২ দিন ধরে তাঁরা ইউক্রেনে আটকে থাকা তাঁদের বাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ফলে তাঁরা বিদেশে কেমন আছেন কোনও খবর পাচ্ছেন না। বাড়িতে রীতিমতো কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। তবে– এখনও পর্যন্ত স্পষ্ট সংখ্যা জানা যায়নি– ইউক্রেনে ঠিক কতজন রাজ্যের বাসিন্দা আটকে রয়েছেন। বেসরকারি মতো সংখ্যাটি ২০০-র বেশি হতে পারে।

আরও পড়ুন: রাজ্যকে না জানিয়ে ভিনরাজ্যের বাঙালিকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে পুশব্যাক নয়, কড়া বার্তা নবান্নর

 

আরও পড়ুন: নবান্নে জায়গা পেল দিঘার জগন্নাথ মন্দিরের ছবি, রথযাত্রা ঘিরে রাজ্যজুড়ে উৎসবের প্রস্তুতি

 

আরও পড়ুন: দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন জানালেন মুখ্যমন্ত্রী

 

 

`

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নবান্নের কন্ট্রোল রুমে ফোন ১৫০ পরিবারের

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদকঃ ইউক্রেনে আটকে থাকা বাঙালিদের ফেরাতে তৎপর হয়েছে নবান্ন। আগেই তারা হেল্পলাইন নম্বর চালু করে ছিল। যাতে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারে আটকে থাকা পরিবারের লোকজনরা। শেষ পাওয়া খবর অনুযায়ী– শনিবার পর্যন্ত নবান্নে ১৫০টি পরিবারের ফোন এসেছিল। যাদের পরিবারের সদস্যরা ইউক্রেনে আটকে রয়েছে। গত ৩৬ ঘণ্টায় ১৫০টি পরিবার নবান্নের কন্ট্রোলরুমে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেছে। তাঁরা রাজ্য সরকারকে অনুরোধ করেছেন তাঁদের বাড়ির সদস্যদের ইউক্রেন থেকে নিরাপদে উদ্ধার করে আনতে। নবান্নের এই কন্ট্রোলরুম ৭ মার্চ পর্যন্ত খোলা থাকবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য– বাংলার ঠিক কতজন ইউক্রেনে আটকে রয়েছে তার সম্পূর্ণ তথ্য রাজ্য সরকারের কাছে ছিল না। ফলে ইউক্রেনে আটকে থাকা বাঙালিদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে নবান্ন। সেখানকার বাঙালিদের খোঁজ পেতে ও পাশে দাঁড়াতে হেল্পলাইন নম্বর চালু করে নবান্ন। সেইমতো নবান্নে ফোন আসতে শুরু করেছে। জানা গিয়েছে– ইউক্রেনে আটকে থাকা বাঙালিদের একটা বড় অংশই ডাক্তারি পডYয়া। তাঁরা যাতে নিরাপদে রাজ্যে ফিরে আসতে পারে সেই অনুরোধ ওই পরিবারগুলির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে করা হয়েছে। বেশকিছু পরিবার আবার জানিয়েছে– গত ২ দিন ধরে তাঁরা ইউক্রেনে আটকে থাকা তাঁদের বাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ফলে তাঁরা বিদেশে কেমন আছেন কোনও খবর পাচ্ছেন না। বাড়িতে রীতিমতো কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। তবে– এখনও পর্যন্ত স্পষ্ট সংখ্যা জানা যায়নি– ইউক্রেনে ঠিক কতজন রাজ্যের বাসিন্দা আটকে রয়েছেন। বেসরকারি মতো সংখ্যাটি ২০০-র বেশি হতে পারে।

আরও পড়ুন: রাজ্যকে না জানিয়ে ভিনরাজ্যের বাঙালিকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে পুশব্যাক নয়, কড়া বার্তা নবান্নর

 

আরও পড়ুন: নবান্নে জায়গা পেল দিঘার জগন্নাথ মন্দিরের ছবি, রথযাত্রা ঘিরে রাজ্যজুড়ে উৎসবের প্রস্তুতি

 

আরও পড়ুন: দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন জানালেন মুখ্যমন্ত্রী

 

 

`