০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কাউন্সিলরের উদ্যোগে বয়স্কদের নিয়ে তীর্থ ভ্রমণ 

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 54

 

ইনামুল হক,বারাসত : যে সমস্ত বৃদ্ধ-বৃদ্ধারা নিজেরা প্রায় চলাচল করতে পারেন না, বলা চলে অন্যের উপর নির্ভরশীল  তাঁদের নিয়ে বারাসত পুরসভার ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ভট্টাচার্য তীর্থ ভ্রমণের উদ্যেশ্যে চাকলা ও কচুয়ার লোকনাথ মন্দির পরিদর্শন করান। বুধবার এলাকার ১০৭ জন বৃদ্ধ-বৃদ্ধাকে নিয়ে চাকলা মন্দির দর্শন কালে তাঁদের মুখে আনন্দের ছাপ লক্ষ্য করা যায় । এই যাত্রাকালে বৃদ্ধ-বৃদ্ধাদের দেখভালের জন্য ৫০ জন সহকারী এবং অ্যাম্বুলেন্সও সঙ্গে নিয়ে নেওয়া হয় । কারণ , যদি কেউ অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে যাতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া যায় । চাকলা ও কচুয়া ধাম ঘুরে বয়স্করা ভীষণ আনন্দ উপভোগ করেন । কিছুদিন আগে তাঁদের নিয়ে বনভোজনেরও আয়োজনও করা হয়েছিল ।

আরও পড়ুন: রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, হাওড়ায় মহামিছিল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে

বারাসত পুরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে এই ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ভট্টাচার্য সব সময় নতুন কিছু করার চেষ্টা করেন । কয়েকদিন আগে এলাকার প্রায় ৫০ জন পুরোহিতকে নতুন বছরের পঞ্জিকা প্রদান করেন । এছাড়া বিভিন্ন পুজো পার্বনে এলাকার বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে ঠাকুর দর্শনে নিয়ে যান । তাঁর এমন উদ্যোগকে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা স্বাগত জানিয়ে বলেছেন , যাঁদের দেখার কেউ নেই , তাঁদের আছেন চৈতালি।

আরও পড়ুন: ট্রেনের টিকিটে কনসেশান নেই রেল বিমুখ হচ্ছেন প্রবীণরা

আরও পড়ুন: দৃষ্টিহীন, বিশেষ চাহিদা সম্পন্ন এবং প্রবীণ নাগরিকদের পুজোর আনন্দে সামিল করতে বিশেষ উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংস্থা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাউন্সিলরের উদ্যোগে বয়স্কদের নিয়ে তীর্থ ভ্রমণ 

আপডেট : ১২ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

 

ইনামুল হক,বারাসত : যে সমস্ত বৃদ্ধ-বৃদ্ধারা নিজেরা প্রায় চলাচল করতে পারেন না, বলা চলে অন্যের উপর নির্ভরশীল  তাঁদের নিয়ে বারাসত পুরসভার ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ভট্টাচার্য তীর্থ ভ্রমণের উদ্যেশ্যে চাকলা ও কচুয়ার লোকনাথ মন্দির পরিদর্শন করান। বুধবার এলাকার ১০৭ জন বৃদ্ধ-বৃদ্ধাকে নিয়ে চাকলা মন্দির দর্শন কালে তাঁদের মুখে আনন্দের ছাপ লক্ষ্য করা যায় । এই যাত্রাকালে বৃদ্ধ-বৃদ্ধাদের দেখভালের জন্য ৫০ জন সহকারী এবং অ্যাম্বুলেন্সও সঙ্গে নিয়ে নেওয়া হয় । কারণ , যদি কেউ অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে যাতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া যায় । চাকলা ও কচুয়া ধাম ঘুরে বয়স্করা ভীষণ আনন্দ উপভোগ করেন । কিছুদিন আগে তাঁদের নিয়ে বনভোজনেরও আয়োজনও করা হয়েছিল ।

আরও পড়ুন: রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, হাওড়ায় মহামিছিল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে

বারাসত পুরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে এই ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ভট্টাচার্য সব সময় নতুন কিছু করার চেষ্টা করেন । কয়েকদিন আগে এলাকার প্রায় ৫০ জন পুরোহিতকে নতুন বছরের পঞ্জিকা প্রদান করেন । এছাড়া বিভিন্ন পুজো পার্বনে এলাকার বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে ঠাকুর দর্শনে নিয়ে যান । তাঁর এমন উদ্যোগকে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা স্বাগত জানিয়ে বলেছেন , যাঁদের দেখার কেউ নেই , তাঁদের আছেন চৈতালি।

আরও পড়ুন: ট্রেনের টিকিটে কনসেশান নেই রেল বিমুখ হচ্ছেন প্রবীণরা

আরও পড়ুন: দৃষ্টিহীন, বিশেষ চাহিদা সম্পন্ন এবং প্রবীণ নাগরিকদের পুজোর আনন্দে সামিল করতে বিশেষ উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংস্থা