২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার বিরুদ্ধে মোদির পোস্ট

Prime Minister Narendra Modi and Qatar Sheikh Tamim Bin Hamad Al-Thani's file image

পুবের কলম, জাতীয় ডেস্ক : ইসরাইলের (israel) নাম না নিয়ে কাতারে হামলার বিরুদ্ধে মোদির পোস্ট (pm narendra modi)। কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের বাড়ি লক্ষ্য করে ইসরাইল ক্ষেপণাস্ত্র আক্রমণ করার পর ভারত সরকার কাতারের সার্বভৌমত্বে হস্তক্ষেপের তীব্র নিন্দা করল। তবে যারা সেই কুকীর্তির নায়ক সেই ইসরাইলের নামোচ্চারণ করল না ভারত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (pm narendra modi)কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল তানির সঙ্গে ফোনে কথা বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন। পরে প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যাণ্ডেলে লেখেন, দোহায় আক্রমণ এর পরই কাতারের আমিরের সঙ্গে কথা বলে গভীর উদ্বেগ প্রকাশ করলাম।

আরও পড়ুন: বাংলাদেশের দূতকে তলব করল নয়াদিল্লি, সাত দিনে দু’বার তলব

ভারত ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের সার্বভৌমত্বে হস্তক্ষেপের নিন্দা করে। আমরা মনে করি, উত্তেজনা না ছড়িয়ে আলোচনা এবং কূটনীতির মাধ্যমে বিরোধের নিস্পত্তি করাই একমাত্র পন্থা। ভারত পশ্চিম এশিয়ায় সব ধরনের সন্ত্রাসমূলক কাজের বিরোধী এবং শান্তি ও সুস্থিতিকে দৃড়ভাবে সমর্থন করে। এতসব কথা বলেও একবারও প্রধানমন্ত্রী ইসরাইলের নাম নেন নি।

আরও পড়ুন: ‘৫০০ বছর ধরে জ্বলতে থাকা যজ্ঞের আজ সমাপ্তি হলো’, অযোধ্যায় ধ্বজারোহণে প্রধানমন্ত্রী মোদি

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, কাতারে যে অভিযান চালানো হয়েছে তা ইসরাইল স্বাধীন সিদ্ধান্ত নিয়ে চালিয়েছে। ইসরাইলই এর শুরু  করেছে, ইসরাইলই অভিযান পরিচালনা করেছে,ইসরাইলই এর পূর্ণ দায়িত্ব নিচ্ছে।
কাতার আমেরিকার অন্যতম সহযোগী দেশ।

আরও পড়ুন: শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে চিঠি দিল ইউনূস সরকার

কাতারে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে। অন্যদিকে ইসরাইলের পিছনে আমেরিকা আছে বলেই তাদের এত হম্বিতম্বি। অথচ এই হামলা নিয়ে আমেরিকা চুপ। হামাস বলেছে, তাদের নেতাদের কিছু হয়নি। তবে ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন কাতারের নিরাপত্তা রক্ষী।

কাতার ( Qatar Sheikh Tamim Bin Hamad Al-Thani) ইসরাইলের তীব্র নিন্দা করে বলেছে, আন্তর্জাতিক আইন না মেনে ইসরাইল যা করেছে তা কাতারের সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক। এই জিনিস কাতার মেনে নেবে না।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাম শাসিত কেরলে বাদ গেল ২৪ লক্ষ নাম, ১৪ লক্ষ ভোটারই অনুপস্থিত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার বিরুদ্ধে মোদির পোস্ট

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম, জাতীয় ডেস্ক : ইসরাইলের (israel) নাম না নিয়ে কাতারে হামলার বিরুদ্ধে মোদির পোস্ট (pm narendra modi)। কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের বাড়ি লক্ষ্য করে ইসরাইল ক্ষেপণাস্ত্র আক্রমণ করার পর ভারত সরকার কাতারের সার্বভৌমত্বে হস্তক্ষেপের তীব্র নিন্দা করল। তবে যারা সেই কুকীর্তির নায়ক সেই ইসরাইলের নামোচ্চারণ করল না ভারত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (pm narendra modi)কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল তানির সঙ্গে ফোনে কথা বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন। পরে প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যাণ্ডেলে লেখেন, দোহায় আক্রমণ এর পরই কাতারের আমিরের সঙ্গে কথা বলে গভীর উদ্বেগ প্রকাশ করলাম।

আরও পড়ুন: বাংলাদেশের দূতকে তলব করল নয়াদিল্লি, সাত দিনে দু’বার তলব

ভারত ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের সার্বভৌমত্বে হস্তক্ষেপের নিন্দা করে। আমরা মনে করি, উত্তেজনা না ছড়িয়ে আলোচনা এবং কূটনীতির মাধ্যমে বিরোধের নিস্পত্তি করাই একমাত্র পন্থা। ভারত পশ্চিম এশিয়ায় সব ধরনের সন্ত্রাসমূলক কাজের বিরোধী এবং শান্তি ও সুস্থিতিকে দৃড়ভাবে সমর্থন করে। এতসব কথা বলেও একবারও প্রধানমন্ত্রী ইসরাইলের নাম নেন নি।

আরও পড়ুন: ‘৫০০ বছর ধরে জ্বলতে থাকা যজ্ঞের আজ সমাপ্তি হলো’, অযোধ্যায় ধ্বজারোহণে প্রধানমন্ত্রী মোদি

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, কাতারে যে অভিযান চালানো হয়েছে তা ইসরাইল স্বাধীন সিদ্ধান্ত নিয়ে চালিয়েছে। ইসরাইলই এর শুরু  করেছে, ইসরাইলই অভিযান পরিচালনা করেছে,ইসরাইলই এর পূর্ণ দায়িত্ব নিচ্ছে।
কাতার আমেরিকার অন্যতম সহযোগী দেশ।

আরও পড়ুন: শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে চিঠি দিল ইউনূস সরকার

কাতারে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রয়েছে। অন্যদিকে ইসরাইলের পিছনে আমেরিকা আছে বলেই তাদের এত হম্বিতম্বি। অথচ এই হামলা নিয়ে আমেরিকা চুপ। হামাস বলেছে, তাদের নেতাদের কিছু হয়নি। তবে ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন কাতারের নিরাপত্তা রক্ষী।

কাতার ( Qatar Sheikh Tamim Bin Hamad Al-Thani) ইসরাইলের তীব্র নিন্দা করে বলেছে, আন্তর্জাতিক আইন না মেনে ইসরাইল যা করেছে তা কাতারের সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক। এই জিনিস কাতার মেনে নেবে না।