২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রচন্ডের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ জুন ২০২৩, বৃহস্পতিবার
  • / 44

পুবের কলম, ওয়েবডেস্ক: বুধবার ৪ দিনের ভারত সফরে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ‘প্রচন্ড’। বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ‘প্রচণ্ড’।  বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও নিবিড় করার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। বৈঠকে বিদ্যুৎ, শিল্প, বাণিজ্য, পরিকাঠামো, অর্থনীতি-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

জানা গিয়েছে, দুই দেশের প্রধানমন্ত্রীদের আলোচনায় বিদ্যুৎ ক্ষেত্রে সহযোগিতা আর বৃদ্ধিতে সবথেকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। গত বছর এপ্রিল মাসে বিদ্যুৎ ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করে আসছে নেপাল। প্রচন্ডের সঙ্গে এসেছে  উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে সুর চড়ালেন প্রধানমন্ত্রী

সামগ্রিকভাবে নেপাল এমনই একটি অঞ্চল যা কৌশলগত কারণে ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দুইদেশের রাজনৈতিক নেতারা প্রায়শই পুরনো প্রবাদ  ‘রোটি-বেটি’-র উল্লেখ করেন। নেপাল সীমান্ত ঘেঁষে রয়েছে ভারতের পাঁচটি রাজ্য। সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড ব্যাপী ১৮৫০ কিলোমিটারের বেশি সীমান্ত এলাকার সঙ্গে যুক্ত নেপাল। স্থলবেষ্টিত নেপাল পণ্য ও পরিষেবা পরিবহণের জন্য ভারতের উপরই অনেকটাই নির্ভরশীল। সমুoপথে নেপালের প্রবেশাধিকার ভারতের মাধ্যমেই।

আরও পড়ুন: ৯০ –পা রাখলেন দালায় লামা, শুভেচ্ছাবার্তা মোদির

ভারত থেকে সমুদ্র পথের মাধ্যমে নেপাল দেশের চাহিদার একটি বড় অংশ আমদানি করে। ১৯৫০ সালের ইন্দো-নেপাল শান্তি ও বন্ধুত্ব চুক্তি দুই দেশের মধ্যে বিশেষ সম্পর্কের ভিত্তি। প্রধানমন্ত্রী প্রচন্ডের সঙ্গে প্রতিনিধিদলে আসা নেপালের বিদেশমন্ত্রী এন পি সৌদ বুধবার বলেছেন, যে দ্বিপাক্ষিক আলোচনায় বাণিজ্য, ট্রানজিট, সংযোগ এবং সীমান্ত সমস্যা-সহ বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন: আমেদাবাদ বিমান দুর্ঘটনা: মোদি-শাহর পদত্যাগ দাবি সুব্রহ্মণ্যম স্বামীর

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রচন্ডের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদি

আপডেট : ১ জুন ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বুধবার ৪ দিনের ভারত সফরে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ‘প্রচন্ড’। বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ‘প্রচণ্ড’।  বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও নিবিড় করার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। বৈঠকে বিদ্যুৎ, শিল্প, বাণিজ্য, পরিকাঠামো, অর্থনীতি-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

জানা গিয়েছে, দুই দেশের প্রধানমন্ত্রীদের আলোচনায় বিদ্যুৎ ক্ষেত্রে সহযোগিতা আর বৃদ্ধিতে সবথেকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। গত বছর এপ্রিল মাসে বিদ্যুৎ ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করে আসছে নেপাল। প্রচন্ডের সঙ্গে এসেছে  উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে সুর চড়ালেন প্রধানমন্ত্রী

সামগ্রিকভাবে নেপাল এমনই একটি অঞ্চল যা কৌশলগত কারণে ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দুইদেশের রাজনৈতিক নেতারা প্রায়শই পুরনো প্রবাদ  ‘রোটি-বেটি’-র উল্লেখ করেন। নেপাল সীমান্ত ঘেঁষে রয়েছে ভারতের পাঁচটি রাজ্য। সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড ব্যাপী ১৮৫০ কিলোমিটারের বেশি সীমান্ত এলাকার সঙ্গে যুক্ত নেপাল। স্থলবেষ্টিত নেপাল পণ্য ও পরিষেবা পরিবহণের জন্য ভারতের উপরই অনেকটাই নির্ভরশীল। সমুoপথে নেপালের প্রবেশাধিকার ভারতের মাধ্যমেই।

আরও পড়ুন: ৯০ –পা রাখলেন দালায় লামা, শুভেচ্ছাবার্তা মোদির

ভারত থেকে সমুদ্র পথের মাধ্যমে নেপাল দেশের চাহিদার একটি বড় অংশ আমদানি করে। ১৯৫০ সালের ইন্দো-নেপাল শান্তি ও বন্ধুত্ব চুক্তি দুই দেশের মধ্যে বিশেষ সম্পর্কের ভিত্তি। প্রধানমন্ত্রী প্রচন্ডের সঙ্গে প্রতিনিধিদলে আসা নেপালের বিদেশমন্ত্রী এন পি সৌদ বুধবার বলেছেন, যে দ্বিপাক্ষিক আলোচনায় বাণিজ্য, ট্রানজিট, সংযোগ এবং সীমান্ত সমস্যা-সহ বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন: আমেদাবাদ বিমান দুর্ঘটনা: মোদি-শাহর পদত্যাগ দাবি সুব্রহ্মণ্যম স্বামীর