সবুজ পতাকা নেড়ে বেঙ্গালুরুতে ৩টি নতুন বন্দে ভারত ট্রেনের সূচনা মোদির

- আপডেট : ১০ অগাস্ট ২০২৫, রবিবার
- / 20
পুবের কলম,ওয়েবডেস্ক: বহু প্রতীক্ষার অবসান। বেঙ্গালুরু থেকে বেলাগাভি বন্দে ভারত পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গেছে, ররিবার রাজ্যের ক্রান্তিবেড়া সাঙ্গোলি রায়ান্না ট্রেন স্টেশনে তিনটি বন্দে ভারত ট্রেনের সূচনা করেন তিনি। এই ট্রেন বেঙ্গালুরু থেকে কর্নাটকের বেলাগাভির মধ্যে চলাচল করবে। এদিন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ওই ট্রেনে সফর করে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন।
#WATCH | Bengaluru | Prime Minister Narendra Modi undertakes a metro ride from RV Road (Ragigudda) to Electronic City metro station via the Yellow line that PM Modi inaugurated earlier today.
(Source: ANI/DD) pic.twitter.com/U4SrPGjWWc
— ANI (@ANI) August 10, 2025
বন্দে ভারতের পাশাপাশি বেঙ্গালুরুর নামা মেট্রোর ইয়েলো লাইনও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা আরভি রোড মেট্রো স্টেশন থেকে বোম্মসন্দ্রা পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। তিনি আরভি রোড, রাগিগুড্ডা থেকে ইলেকট্রনিক সিটি মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো যাত্রা করেন। প্রধানমন্ত্রী মোদী এদিন ১৫ হাজার ৬১০ কোটি টাকারও বেশি মূল্যের বেঙ্গালুরু মেট্রো ফেজ-৩ প্রকল্পের শিলান্যাসও করেন।
প্রকল্পের মোট রুটের দৈর্ঘ্য ৪৪ কিলোমিটারেরও বেশি হবে এবং ৩১টি উঁচু স্টেশন থাকবে। এদিন মোদি বলেন, কিছু বিলম্বের পর অবশেষে ইয়েলো লাইনটি চালু হয়েছে, যা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধান করতে সহায়ক হবে। বেঙ্গালুরুর এই নতুন উদ্যোগ সারা ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে, যেখানে আধুনিক ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার এবং উন্নত পরিবহন ব্যবস্থা প্রাধান্য পাবে।
And there it goes! 🚇
The long-awaited Yellow Line from RV Road to Bommasandra is now open, flagged off by PM Shri @narendramodi Ji.
A big win for Bengaluru – especially for those travelling daily from residential areas to Electronic City and beyond. No more wasting hours in… pic.twitter.com/nnlsvP4OnJ
— Tejasvi Surya (@Tejasvi_Surya) August 10, 2025
সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থতি ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী ভি. সোমান্না, স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও এবং বিজেপির রাজ্য সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র প্রমুখ। এদিন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের সঙ্গে খোশ মেজাজেই দেখা যায় মোদিকে। সেই ছবি ও ভিডিয়ো ভাইরাল সোশ্যাল সাইটে।
Yellow Line Brings a New Dawn for Bengaluru’s Metro
Namma Metro’s Yellow Line was inaugurated today by Hon’ble Prime Minister Shri @narendramodi at Ragigudda Metro Station. It was a pleasure to join Hon’ble leaders on a journey from Ragigudda to Konappana Agrahara Metro Station,… pic.twitter.com/5mb9eFkdwG
— DK Shivakumar (@DKShivakumar) August 10, 2025