০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ছে করোনা : আমিরশাহী সফর স্থগিত প্রধানমন্ত্রীর

মাসুদ আলি
  • আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 51

পুবের কলম ওয়েবডেস্ক : বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। যার জেরে এবার ২০২২ সালের প্রথম বিদেশ সফর স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানুয়ারির প্রথম সপ্তাহেই সংযুক্ত আরব আমিরশাহী যাওয়ার কথা ছিল তাঁর। ৬ জানুয়ারি তাঁর যাওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বজুড়ে ওমিক্রন যেভাবে ফুঁসছে– তাতে আপাতত স্থগিত রাখা হচ্ছে প্রধানমন্ত্রীর বিদেশ সফর। পিএমও সূত্রে এমনটাই জানানো হয়েছে।

পরিস্থিতির উন্নতি হলে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আমিরশাহী সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের পর প্রায় ২ বছর বিদেশযাত্রা থেকে বিরত ছিলেন প্রধানমন্ত্রী। তারপর কয়েকবার বিদেশে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু এখন গোটা বিশ্বেই কার্যত ত্রাস সঞ্চার করছে ওমিক্রন।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে সুর চড়ালেন প্রধানমন্ত্রী

আমেরিকা– ব্রিটেনের পর মারাত্মক পরিস্থিতি ফ্রান্সেও। মাত্র এক মাসের মধ্যেই ওমিক্রনের দাপটে বিস্মিত গবেষকরা। বহু দেশই হাঁটছে লকডাউনের পথে। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনা আক্রান্ত প্রায় ১ লক্ষ ৮০ হাজার। সংক্রমণের গ্রাফ |র্ধ্বমুখী ব্রিটেনেও।

আরও পড়ুন: ৯০ –পা রাখলেন দালায় লামা, শুভেচ্ছাবার্তা মোদির

মঙ্গলবার সেদেশে আক্রান্ত ১ লক্ষ ২৯ হাজার ৪৭১ জন। যা সাম্প্রতিক সংক্রমিতের হিসেবে সর্বোচ্চ দৈনিক হিসেব। এই দেশগুলির মতো আমিরশাহীতে পরিস্থিতি এতটা ভয়াবহ না হলেও সেদেশে করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। মঙ্গলবার আমিরশাহীতে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩২ জন। নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বিদেশযাত্রীদের জন্য নিয়মেও কড়াকড়ি করেছে আমিরশাহী। শুধু করোনা টিকার দু’টি ডোজ নেওয়া থাকলেই হবে না– সেইসঙ্গে মোবাইলে স্বাস্থ্য অ্যাপে থাকতে হবে গ্রিন সিগন্যাল। সেটা না হলে লাগবে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট।

আরও পড়ুন: আমেদাবাদ বিমান দুর্ঘটনা: মোদি-শাহর পদত্যাগ দাবি সুব্রহ্মণ্যম স্বামীর

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাড়ছে করোনা : আমিরশাহী সফর স্থগিত প্রধানমন্ত্রীর

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। যার জেরে এবার ২০২২ সালের প্রথম বিদেশ সফর স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানুয়ারির প্রথম সপ্তাহেই সংযুক্ত আরব আমিরশাহী যাওয়ার কথা ছিল তাঁর। ৬ জানুয়ারি তাঁর যাওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বজুড়ে ওমিক্রন যেভাবে ফুঁসছে– তাতে আপাতত স্থগিত রাখা হচ্ছে প্রধানমন্ত্রীর বিদেশ সফর। পিএমও সূত্রে এমনটাই জানানো হয়েছে।

পরিস্থিতির উন্নতি হলে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আমিরশাহী সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের পর প্রায় ২ বছর বিদেশযাত্রা থেকে বিরত ছিলেন প্রধানমন্ত্রী। তারপর কয়েকবার বিদেশে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু এখন গোটা বিশ্বেই কার্যত ত্রাস সঞ্চার করছে ওমিক্রন।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে সুর চড়ালেন প্রধানমন্ত্রী

আমেরিকা– ব্রিটেনের পর মারাত্মক পরিস্থিতি ফ্রান্সেও। মাত্র এক মাসের মধ্যেই ওমিক্রনের দাপটে বিস্মিত গবেষকরা। বহু দেশই হাঁটছে লকডাউনের পথে। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনা আক্রান্ত প্রায় ১ লক্ষ ৮০ হাজার। সংক্রমণের গ্রাফ |র্ধ্বমুখী ব্রিটেনেও।

আরও পড়ুন: ৯০ –পা রাখলেন দালায় লামা, শুভেচ্ছাবার্তা মোদির

মঙ্গলবার সেদেশে আক্রান্ত ১ লক্ষ ২৯ হাজার ৪৭১ জন। যা সাম্প্রতিক সংক্রমিতের হিসেবে সর্বোচ্চ দৈনিক হিসেব। এই দেশগুলির মতো আমিরশাহীতে পরিস্থিতি এতটা ভয়াবহ না হলেও সেদেশে করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। মঙ্গলবার আমিরশাহীতে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩২ জন। নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বিদেশযাত্রীদের জন্য নিয়মেও কড়াকড়ি করেছে আমিরশাহী। শুধু করোনা টিকার দু’টি ডোজ নেওয়া থাকলেই হবে না– সেইসঙ্গে মোবাইলে স্বাস্থ্য অ্যাপে থাকতে হবে গ্রিন সিগন্যাল। সেটা না হলে লাগবে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট।

আরও পড়ুন: আমেদাবাদ বিমান দুর্ঘটনা: মোদি-শাহর পদত্যাগ দাবি সুব্রহ্মণ্যম স্বামীর