দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
- আপডেট : ১২ নভেম্বর ২০২৫, বুধবার
- / 75
পুবের কলম, ওয়েবডেস্ক: রাজধানী দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের, আহত হয়েছেন আরও ২৪ জন। প্রত্যক্ষদর্শীদের মতে, পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে প্রথমে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, তারপর আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও দুটি গাড়িতে। দিল্লির বিস্ফোরণে আহতদের দেখতে এবার হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ দিন দুপুরে তিনি দিল্লির লোক নায়ক হাসপাতালে যান। সেখানে তিনি একে একে আহতদের সঙ্গে দেখা করছেন। তাদের সঙ্গে কথা বলছেন।
গতকালই দিল্লির বিস্ফোরণ নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আজ আমি মানসিকভাবে খুব ভারাক্রান্ত। দিল্লিতে যে ঘটনাটা ঘটল, সেই ঘটনা আমাকে ভিতর থেকে অনেকটাই ভেঙে দিয়েছে। যারা নিজেদের কাছের মানুষদের হারালেন, তাঁদের কষ্ট আমি বুঝতে পারছি। এটা সত্যিই মেনে নেওয়ার মতো নয়।’ বিস্ফোরণ যুক্তদের কঠোর সাঁজা দেওয়া হবে বলে সাফ জানান মোদি। প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘আমি প্রতি মুহূর্তে ঘটনার আপডেট নিচ্ছি। তদন্তকারীরা এই ষড়যন্ত্রের নেপথ্যে থাকা মাথাদের ঠিক খুঁজে বের করবে। পাশাপাশি, যারা এর সঙ্গে জড়িত, তারাও যথাযথ শাস্তি পাবে।’
















































