শিন্ডেকে ‘গদ্দার’ বলে রসিকতা, কমেডিয়ান Kunal Kamra-র বিরুদ্ধে এফআইআর পুলিশের

- আপডেট : ২৪ মার্চ ২০২৫, সোমবার
- / 223
পুবের কলম, ওয়েবডেস্ক: স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুনাল কামরার (Kunal Kamra) বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বাই পুলিশ। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগে সোমবার কমেডিয়ানের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
সূত্রের খবর, মুম্বাইয়ের খার এলাকায় হ্যাবিট্যাট স্টুডিওতে কমেডি শো চলাকালীন উপ-মুখ্যমন্ত্রী বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেন কুনাল। ওই কমেডি শোয়ে একনাথ শিন্ডেকে ‘গদ্দার’ (বিশ্বাসঘাতক) বলে রসিকতা করেন কমেডিয়ান। এই মন্তব্যের কারণেই কুনালের Kunal Kamra) বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ।
আরও পড়ুন: মুসলিম সংরক্ষণ বিল নিয়ে উত্তপ্ত সংসদ, কার্যবিবরণী ছাড়াই মুলতবি রাজ্যসভা
কমেডিয়ান কুনাল কামরার (Kunal Kamra) ‘অপমানজনক’ মন্তব্যের তীব্র সমালোচনা করে কুণালকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। তিনি বলেছেন, “কৌতুক নিয়ে কোনও সমস্যা নেই, তবে নেতাদের উদ্দেশ্য করে মানহানি এবং অপমানজনক মন্তব্য মোটেই সহ্য করা হবে না।” মুখ্যমন্ত্রীর কথায়, বাক স্বাধীনতার নামে অন্যের স্বাধীনতা এবং মতাদর্শের ওপর হস্তক্ষেপ করা যায় না। এটি কখনোই ন্যায়সঙ্গত নয়।
অন্যদিকে এই ঘটনার পর বিক্ষুব্ধ শিবসেনা কর্মীরা হ্যাবিট্যাট স্টুডিওতে ব্যাপক ভাঙচুর চালায়। ভাঙচুরের অভিযোগে প্রায় ৪০ জন শিবসেনা কর্মীর বিরুদ্ধেও মামলা দায়ের করেছে পুলিশ।