২১ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মাও সন্ত্রাস! সুকমায় আইইডি বিস্ফোরণে শহিদ পুলিশ আধিকারিক

চামেলি দাস
  • আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
  • / 163

পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার ছত্তিশগড়ের সুকমা জেলার মাওবাদীদের পুঁতে রাখা এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে একজন অতিরিক্ত পুলিশ সুপার আকাশ রাও গিরপুঞ্জ নিহত। আরও দুই পুলিশ অফিসার আহত হয়েছেন। পুলিশ সুপারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।

মাওবাদীদের এর পরিণতি ভোগ করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কোন্টা-এরাবর সড়কের ডোন্ড্রা গ্রামের কাছে  ঘটনাটি ঘটে। এএসপি গিরেপুঞ্জে, উপ-বিভাগীয় পুলিশ কর্মকর্তা ভানুপ্রতাপ চন্দ্রকর এবং কোন্টা থানার স্টেশন হাউস অফিসার ইন্সপেক্টর সোনাল গোয়ালা আহত হন। আহত সকল কর্মীকে প্রাথমিক চিকিৎসার জন্য কোন্টা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: ছত্তিশগড় সফরে গিয়ে মাওবাদীদের আলোচনার প্রস্তাব খারিজ অমিত শাহের

রায়পুর জেলার বাসিন্দা ৪২ বছর বয়সী এএসপি ২০১৩ সালে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ হিসেবে নিযুক্ত হন। তিনি গত বছর থেকে কোন্টায় এএসপি হিসেবে কর্মরত ছিলেন।আহত আরও দুই কর্মকর্তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। তাঁদের চিকিৎসার জন্য বিমানে করে রায়পুরে পাঠানো হচ্ছে বলে খবর।

আরও পড়ুন: রক্তাক্ত Chhattisgarh: গুলির লড়াইয়ে খতম ২২ মাওবাদী, নিহত ১ জওয়ান

পুলিশ সুপার গিরেপুঞ্জের মরদেহ রায়পুরে স্থানান্তরিত করা হচ্ছে সেখানেই তাঁর শেষকৃত্য হবে।  মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন, “সুকমার কোন্টায় মাওবাদীদের আইইডি বিস্ফোরণে এএসপি আকাশ রাও গিরেপুঞ্জের শহিদ হয়েছেন বলে খবর। এটি অত্যন্ত দুঃখজনক। আমি তাঁর শহিদ হওয়ার প্রতি শ্রদ্ধা জানাই। এই কাপুরুষোচিত আক্রমণে আরও কিছু অফিসার ও জওয়ান আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”

আরও পড়ুন: অভিযুক্ত মাওবাদীদের খুঁজে দিলে নগদ পুরস্কার,  ছত্তিশগড় হামলায় ঘোষণা পুলিশের

তিনি বলেন, ছত্তিশগড়ে নকশালদের বিরুদ্ধে নিরাপত্তাবাহিনী একটি বড় যুদ্ধ লড়ছে এবং এতে ধারাবাহিক সাফল্য অর্জন করছে। তিনি আরও বলেন, “এতে হতাশ হয়ে মাওবাদীরা এমন কাপুরুষোচিত কাজ করছে। তাদের এর জন্য পরিণতি ভোগ করতে হবে। সেই দিন খুব বেশি দূরে নয় যখন ছত্তিশগড়ে তাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে।”

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাও সন্ত্রাস! সুকমায় আইইডি বিস্ফোরণে শহিদ পুলিশ আধিকারিক

আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার ছত্তিশগড়ের সুকমা জেলার মাওবাদীদের পুঁতে রাখা এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে একজন অতিরিক্ত পুলিশ সুপার আকাশ রাও গিরপুঞ্জ নিহত। আরও দুই পুলিশ অফিসার আহত হয়েছেন। পুলিশ সুপারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।

মাওবাদীদের এর পরিণতি ভোগ করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কোন্টা-এরাবর সড়কের ডোন্ড্রা গ্রামের কাছে  ঘটনাটি ঘটে। এএসপি গিরেপুঞ্জে, উপ-বিভাগীয় পুলিশ কর্মকর্তা ভানুপ্রতাপ চন্দ্রকর এবং কোন্টা থানার স্টেশন হাউস অফিসার ইন্সপেক্টর সোনাল গোয়ালা আহত হন। আহত সকল কর্মীকে প্রাথমিক চিকিৎসার জন্য কোন্টা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: ছত্তিশগড় সফরে গিয়ে মাওবাদীদের আলোচনার প্রস্তাব খারিজ অমিত শাহের

রায়পুর জেলার বাসিন্দা ৪২ বছর বয়সী এএসপি ২০১৩ সালে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ হিসেবে নিযুক্ত হন। তিনি গত বছর থেকে কোন্টায় এএসপি হিসেবে কর্মরত ছিলেন।আহত আরও দুই কর্মকর্তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। তাঁদের চিকিৎসার জন্য বিমানে করে রায়পুরে পাঠানো হচ্ছে বলে খবর।

আরও পড়ুন: রক্তাক্ত Chhattisgarh: গুলির লড়াইয়ে খতম ২২ মাওবাদী, নিহত ১ জওয়ান

পুলিশ সুপার গিরেপুঞ্জের মরদেহ রায়পুরে স্থানান্তরিত করা হচ্ছে সেখানেই তাঁর শেষকৃত্য হবে।  মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন, “সুকমার কোন্টায় মাওবাদীদের আইইডি বিস্ফোরণে এএসপি আকাশ রাও গিরেপুঞ্জের শহিদ হয়েছেন বলে খবর। এটি অত্যন্ত দুঃখজনক। আমি তাঁর শহিদ হওয়ার প্রতি শ্রদ্ধা জানাই। এই কাপুরুষোচিত আক্রমণে আরও কিছু অফিসার ও জওয়ান আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”

আরও পড়ুন: অভিযুক্ত মাওবাদীদের খুঁজে দিলে নগদ পুরস্কার,  ছত্তিশগড় হামলায় ঘোষণা পুলিশের

তিনি বলেন, ছত্তিশগড়ে নকশালদের বিরুদ্ধে নিরাপত্তাবাহিনী একটি বড় যুদ্ধ লড়ছে এবং এতে ধারাবাহিক সাফল্য অর্জন করছে। তিনি আরও বলেন, “এতে হতাশ হয়ে মাওবাদীরা এমন কাপুরুষোচিত কাজ করছে। তাদের এর জন্য পরিণতি ভোগ করতে হবে। সেই দিন খুব বেশি দূরে নয় যখন ছত্তিশগড়ে তাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে।”