২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফের ইমরানকে গ্রেফতার করতে পুলিশি অভিযান, পিটিআই সমর্থকদের সঙ্গে সংঘর্ষ পুলিশের

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ মার্চ ২০২৩, মঙ্গলবার
  • / 198

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করতে তার লাহোরের বাসভবনে অভিযান চালাল পাক পুলিশ। জানা যায়, পিটিআই সমর্থকরা ইসলামাবাদ থেকে আসা পুলিশকে বাসভবনে ঢুকতে বাধা দিয়েছে। মঙ্গলবার বিকেলে জলকামান, সাঁজোয়া যান ও আদালতের আদেশ সঙ্গে নিয়ে ইমরানকে গ্রেফতার করতে আসে বিশাল পুলিশ বাহিনী। তবে পুলিশ আসতেই ইমরানের সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সরকারি মুখপাত্র আমির মির অভিযোগ করে বলেন, ‘পিটিআই কর্মীরা প্রথমে সহিংসতা শুরু করে, এতে আহত হন কয়েকজন পুলিশকর্মী।

ইমরান খান আদালতে হাজিরা না দিলে আইন মাফিক কাজ হবে।’ ইমরান খানকে ধরতে আসা পুলিশ বাহিনীর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শাহবাজ নাদিম বলেন, ‘আমরা এখানে আদালতের আদেশে এসেছি।’ মঙ্গলবার বিকেলে ইমরানের বাসভবনের পার্শ্ববর্তী রাস্তাগুলি বন্ধ করে দেয় পুলিশ। এরপরই বাড়ির সামনে অবস্থানে বসা পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

আরও পড়ুন: সিদ্দারামাইয়া-শিবকুমার সংঘাত, কর্নাটক নিয়ে এবার বৈঠকে বসছে কংগ্রেস হাইকম্যান্ড

তবে ইমরান খানের অবস্থান সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। জ্যেষ্ঠ পিটিআই নেতা ফারুক হাবিব বলেন, ‘ভুয়ো মামলায় ইমরান আত্মসমর্পণ করবেন না।’ আরও বলেন, ‘নারী বিচারককে হুমকি দেওয়ার ঘটনায় যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছি তা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। এবার দেখা যাক পুলিশ কী ধরনের পরোয়ানা নিয়ে এসেছে।’

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ: কাশ্মীরি ডাক্তারি পড়ুয়াকে আটক করল উত্তরপ্রদেশ পুলিশ

আরও পড়ুন: ঘুটিয়ারীশরিফ থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের ইমরানকে গ্রেফতার করতে পুলিশি অভিযান, পিটিআই সমর্থকদের সঙ্গে সংঘর্ষ পুলিশের

আপডেট : ১৪ মার্চ ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করতে তার লাহোরের বাসভবনে অভিযান চালাল পাক পুলিশ। জানা যায়, পিটিআই সমর্থকরা ইসলামাবাদ থেকে আসা পুলিশকে বাসভবনে ঢুকতে বাধা দিয়েছে। মঙ্গলবার বিকেলে জলকামান, সাঁজোয়া যান ও আদালতের আদেশ সঙ্গে নিয়ে ইমরানকে গ্রেফতার করতে আসে বিশাল পুলিশ বাহিনী। তবে পুলিশ আসতেই ইমরানের সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সরকারি মুখপাত্র আমির মির অভিযোগ করে বলেন, ‘পিটিআই কর্মীরা প্রথমে সহিংসতা শুরু করে, এতে আহত হন কয়েকজন পুলিশকর্মী।

ইমরান খান আদালতে হাজিরা না দিলে আইন মাফিক কাজ হবে।’ ইমরান খানকে ধরতে আসা পুলিশ বাহিনীর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শাহবাজ নাদিম বলেন, ‘আমরা এখানে আদালতের আদেশে এসেছি।’ মঙ্গলবার বিকেলে ইমরানের বাসভবনের পার্শ্ববর্তী রাস্তাগুলি বন্ধ করে দেয় পুলিশ। এরপরই বাড়ির সামনে অবস্থানে বসা পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

আরও পড়ুন: সিদ্দারামাইয়া-শিবকুমার সংঘাত, কর্নাটক নিয়ে এবার বৈঠকে বসছে কংগ্রেস হাইকম্যান্ড

তবে ইমরান খানের অবস্থান সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। জ্যেষ্ঠ পিটিআই নেতা ফারুক হাবিব বলেন, ‘ভুয়ো মামলায় ইমরান আত্মসমর্পণ করবেন না।’ আরও বলেন, ‘নারী বিচারককে হুমকি দেওয়ার ঘটনায় যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছি তা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। এবার দেখা যাক পুলিশ কী ধরনের পরোয়ানা নিয়ে এসেছে।’

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ: কাশ্মীরি ডাক্তারি পড়ুয়াকে আটক করল উত্তরপ্রদেশ পুলিশ

আরও পড়ুন: ঘুটিয়ারীশরিফ থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক