২১ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইরাকে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, আহত অন্তত ৬০

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার
  • / 228

পুবের কলম ওয়েবডেস্কঃ শনিবার ইরাকের সংসদ ভবনে দ্বিতীয়বারের মতো প্রবেশ করেছে শিয়া নেতা মুক্তাদা আল-সদরের  অনুসারীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন। এর দুই দিন আগে প্রথমবারের মতো পার্লামেন্টে জোর করে ঢুকে যায় মুক্তাদা আল-সদরের অনুসারীরা।

 

আরও পড়ুন: বাংলাদেশে ভূমিকম্পে কমপক্ষে ৬ জনের মৃত্যু, আহত অন্তত ৬০

শনিবার বিক্ষোভকারীদের দমাতে নিরাপত্তাবাহিনী টিয়ার গ্যাস, জলকামান এবং রাবার বুলেট চালায়। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মুহাম্মদ আল-সুদানির মনোনয়নের প্রতিবাদে শনিবার রাজধানীর তাহরির স্কোয়ারে প্রভাবশালী শিয়া নেতা সদরের সমর্থকরা জড়ো হন।

আরও পড়ুন: ঘুটিয়ারীশরিফ থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক

 

আরও পড়ুন: গ্রেফতারি পরোয়ানায় চোরের বদলে বিচারকের নাম! সাসপেন্ড সাব-ইন্সপেক্টর

তারা গ্রিন জোনের চারপাশের সুরক্ষিত বলয় ভেঙে ভেতরে প্রবেশ করেন। পার্লামেন্ট ভবনটি বাগদাদের সুরক্ষিত এলাকা বলে পরিচিত গ্রিন জোনে অবস্থিত। সেখানে বেশ কয়েকটি সরকারি ভবন এবং কূটনৈতিক মিশন রয়েছে। ইরাকি সংবাদ সংস্থা জানায়, প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাধেমি নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর চড়াও না হতে অনুরোধ করেছেন।

 

তিনি বলেছেন, এখন সহিংসতা হলে পরিস্থিতি আরও খারাপ হবে। আল-কাধিমি এক বিবৃতিতে বলেন, ‘রাজনৈতিক উত্তেজনা ক্রমাগত পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা নিরাপত্তা বাহিনীর দায়িত্ব। তাই শৃঙ্খলা বজায় রাখার জন্য সমস্ত আইনি ব্যবস্থা নিতে হবে।’

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরাকে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, আহত অন্তত ৬০

আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ শনিবার ইরাকের সংসদ ভবনে দ্বিতীয়বারের মতো প্রবেশ করেছে শিয়া নেতা মুক্তাদা আল-সদরের  অনুসারীরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন। এর দুই দিন আগে প্রথমবারের মতো পার্লামেন্টে জোর করে ঢুকে যায় মুক্তাদা আল-সদরের অনুসারীরা।

 

আরও পড়ুন: বাংলাদেশে ভূমিকম্পে কমপক্ষে ৬ জনের মৃত্যু, আহত অন্তত ৬০

শনিবার বিক্ষোভকারীদের দমাতে নিরাপত্তাবাহিনী টিয়ার গ্যাস, জলকামান এবং রাবার বুলেট চালায়। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মুহাম্মদ আল-সুদানির মনোনয়নের প্রতিবাদে শনিবার রাজধানীর তাহরির স্কোয়ারে প্রভাবশালী শিয়া নেতা সদরের সমর্থকরা জড়ো হন।

আরও পড়ুন: ঘুটিয়ারীশরিফ থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক

 

আরও পড়ুন: গ্রেফতারি পরোয়ানায় চোরের বদলে বিচারকের নাম! সাসপেন্ড সাব-ইন্সপেক্টর

তারা গ্রিন জোনের চারপাশের সুরক্ষিত বলয় ভেঙে ভেতরে প্রবেশ করেন। পার্লামেন্ট ভবনটি বাগদাদের সুরক্ষিত এলাকা বলে পরিচিত গ্রিন জোনে অবস্থিত। সেখানে বেশ কয়েকটি সরকারি ভবন এবং কূটনৈতিক মিশন রয়েছে। ইরাকি সংবাদ সংস্থা জানায়, প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাধেমি নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর চড়াও না হতে অনুরোধ করেছেন।

 

তিনি বলেছেন, এখন সহিংসতা হলে পরিস্থিতি আরও খারাপ হবে। আল-কাধিমি এক বিবৃতিতে বলেন, ‘রাজনৈতিক উত্তেজনা ক্রমাগত পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা নিরাপত্তা বাহিনীর দায়িত্ব। তাই শৃঙ্খলা বজায় রাখার জন্য সমস্ত আইনি ব্যবস্থা নিতে হবে।’