Postal Service: আমেরিকার সঙ্গে ডাক পরিষেবা সাময়িক স্থগিত ভারতের

- আপডেট : ২৩ অগাস্ট ২০২৫, শনিবার
- / 189
পুবের কলম ওয়েবডেস্ক : আমেরিকার (America) সঙ্গে ডাক পরিষেবা (Postal Service) সাময়িকভাবে স্থগিত রাখল ভারত।
India halts postal services to the US as carriers refuse shipments over unclear new US customs rules. Only letters, documents & gifts up to $100 allowed. Suspension starts Aug 25. Full details on what this means: https://t.co/dEOoAljJzY —businessline (@businessline) August 23, 2025
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ডাক পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখল ভারত। শুল্ক নিয়ে অপ্রীতিকর পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হল। ভারত বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ১০০ ডলার মূল্যে চিঠি, তথ্য ও উপহার সামগ্রী পাঠানো যাবে, তার বেশি মূল্যের কোন সামগ্রী পাঠানো যাবে না। ২৫শে আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
ভারত জানিয়েছে, কাস্টম ডিউটি নিয়ে আমেরিকা নির্দিষ্ট করে কোন সিদ্ধান্তের কথা জানায়নি। ফলে স্বচ্ছতা না থাকায়, এই পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, আগামী ২৯শে আগস্ট, থেকে ৮০০ ডলারের কম মূল্যের সামগ্রীতে ডিউটি ফ্রী ডি মিনিমিস শুরু করছে আমেরিকা। তারই পালটা হিসেবে ভারতের এই সিদ্ধান্ত বলে ডাকবিভাগের কর্মীদের ধারণা।
যদিও ভারত বলেছে, এই যান্ত্রিক ত্রূটির কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে এই ডাক যোগাযোগ ব্যবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো সমস্ত আন্তর্জাতিক ডাক পণ্য, তাদের মূল্য নির্বিশেষে, দেশ-নির্দিষ্ট আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক শক্তি আইনানুসারে শুল্ক আরোপ করা হবে।
তবে, ১০০ ডলার মূল্যের উপহার সামগ্রী শুল্কমুক্ত থাকবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বেলজিয়াম সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ ভারতের মতোই আমেরিকার সঙ্গে পার্সেল পাঠানোর সিদ্ধান্ত স্থগিত রেখেছে।