২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ডাকবাংলো মাঠে ‘বিকল্প পৌষমেলা’র প্রস্তুতি সম্পন্ন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 45

দেবশ্রী মজুমদার– শান্তিনিকেতন­ : পৌষ এবার ডাক দিয়েছে ডাকবাংলো মাঠে। সেই উপলক্ষ্যে ‘বিকল্প পৌষমেলা’র প্রস্তুতি সম্পূর্ণ। মঙ্গলবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ কুমার চক্রবর্তীকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানান মেলার মূল আয়োজক তথা বাংলা সংস্কৃতি মঞ্চের দুই প্রতিনিধি মনিষা বন্দ্যোপাধ্যায় এবং আমিনুল হোদা। উপাচার্যর দেখা না পেয়ে তাঁর সচিবের কাছেই আমন্ত্রণপত্র জমা দিয়ে আসেন তাঁরা।

জানা গিয়েছে– বুধবার রাত আটটায় বৈতালিকের মাধ্যমে ‘বিকল্প পৌষমেলা’র শুরু হয়। বৃহস্পতিবার সকাল নটা নাগাদ বিশ্বভারতীর কাঁচমন্দির চত্বর থেকে বৈতালিকের প্রভাতফেরি বের হবে। বোলপুর শহর পরিক্রমা করে সেই শোভাযাত্রা ডাকবাংলো মাঠে শেষ হবে। তারপর বেলা এগারোটা নাগাদ বিকল্প পৌষমেলার উদ্বোধন করবেন ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প ও বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: প্রভাতফেরির মাধ্যমে ভুবনডাঙার ডাকবাংলো মাঠে শুরু পৌষমেলা–

এই বিকল্প পৌ¡মেলায় সাতশো হস্তশিল্প সহ মোট আটশো স্টল থাকবে। অনুষ্ঠিত হবে কবিগান– যাত্রাপালা– মুর্শেদি– ফকিরি ও বাউল গানের মতো লোকশিল্প। কোভিড বিধি মেনে কঠোর নিরাপত্তার মধ্যে বিশ্বভারতীর বাইরে এভাবে বড় করে প্রথম ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত হতে চলেছে ‘বিকল্প পৌষমেলা’।( ফাইল ছবি)

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডাকবাংলো মাঠে ‘বিকল্প পৌষমেলা’র প্রস্তুতি সম্পন্ন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, বুধবার

দেবশ্রী মজুমদার– শান্তিনিকেতন­ : পৌষ এবার ডাক দিয়েছে ডাকবাংলো মাঠে। সেই উপলক্ষ্যে ‘বিকল্প পৌষমেলা’র প্রস্তুতি সম্পূর্ণ। মঙ্গলবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ কুমার চক্রবর্তীকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানান মেলার মূল আয়োজক তথা বাংলা সংস্কৃতি মঞ্চের দুই প্রতিনিধি মনিষা বন্দ্যোপাধ্যায় এবং আমিনুল হোদা। উপাচার্যর দেখা না পেয়ে তাঁর সচিবের কাছেই আমন্ত্রণপত্র জমা দিয়ে আসেন তাঁরা।

জানা গিয়েছে– বুধবার রাত আটটায় বৈতালিকের মাধ্যমে ‘বিকল্প পৌষমেলা’র শুরু হয়। বৃহস্পতিবার সকাল নটা নাগাদ বিশ্বভারতীর কাঁচমন্দির চত্বর থেকে বৈতালিকের প্রভাতফেরি বের হবে। বোলপুর শহর পরিক্রমা করে সেই শোভাযাত্রা ডাকবাংলো মাঠে শেষ হবে। তারপর বেলা এগারোটা নাগাদ বিকল্প পৌষমেলার উদ্বোধন করবেন ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প ও বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: প্রভাতফেরির মাধ্যমে ভুবনডাঙার ডাকবাংলো মাঠে শুরু পৌষমেলা–

এই বিকল্প পৌ¡মেলায় সাতশো হস্তশিল্প সহ মোট আটশো স্টল থাকবে। অনুষ্ঠিত হবে কবিগান– যাত্রাপালা– মুর্শেদি– ফকিরি ও বাউল গানের মতো লোকশিল্প। কোভিড বিধি মেনে কঠোর নিরাপত্তার মধ্যে বিশ্বভারতীর বাইরে এভাবে বড় করে প্রথম ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত হতে চলেছে ‘বিকল্প পৌষমেলা’।( ফাইল ছবি)