০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সেনাপ্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট লুলা

ইমামা খাতুন
  • আপডেট : ২২ জানুয়ারী ২০২৩, রবিবার
  • / 76

পুবের কলম ওয়েবডেস্ক: ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে দাঙ্গার দুই সপ্তাহ পরে দেশটির সেনাপ্রধান জুলিও সিজার দা আররুদাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। চলতি মাসের শুরুতে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকদের চালানো দাঙ্গার পরিপ্রেক্ষিতে সেনাপ্রধানকে বরখাস্ত করা হল। গত ৮ জানুয়ারি বলসোনারোর সমর্থকরা সংসদ, প্রেসিডেন্ট প্রাসাদ এবং ব্রাসিলিয়াতে সুপ্রিম কোর্টে হামলা চালানোর কয়েক সপ্তাহ পরে এই পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট লুলা। দাঙ্গাকারীরা নির্বাচনে লুলার জয়কে বাতিল করতে সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিল। দাঙ্গার পরপরই লুলা বলেন, এই বিক্ষোভে ‘সশস্ত্র বাহিনীর’ সদস্যরা জড়িত থাকার সন্দেহ করছেন তিনি। সম্প্রতি বামপন্থী এই ব্রাজিলিয়ান নেতা বলেন, তার সরকার ডানপন্থী বলসোনারোর অনুগতদের নিরাপত্তা বাহিনী থেকে সরিয়ে দেবে। বিক্ষোভের পরই তিনি তার নিরাপত্তা পরিষদ থেকে কয়েক ডজন সৈন্যকে সরিয়ে দেন। এ ঘটনায় প্রায় ২,০০ মানুষকে আটকের কথা জানিয়েছিল ব্রাজিলের কেন্দ্রীয় পুলিশ, তাদের মধ্যে ১,২০০ এখনও ছাড়া পায়নি। এছাড়া বিক্ষোভে বলসোনারোর উসকানি থাকার অভিযোগে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বলসোনারো একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। তিনি প্রেসিডেন্ট থাকাকালীন সশস্ত্র বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। সেনা প্রধানকে বরখাস্ত করা নিয়ে কোনও বিবৃতিতে দেননি লুলা। সেনাপ্রধান আররুদার স্থলাভিষিক্ত হয়েছেন জেনারেল টমাস মিগুয়েল রিবেইরো।

 

আরও পড়ুন: রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন? প্রশ্ন Asaduddin Owaisi-র

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সেনাপ্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট লুলা

আপডেট : ২২ জানুয়ারী ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে দাঙ্গার দুই সপ্তাহ পরে দেশটির সেনাপ্রধান জুলিও সিজার দা আররুদাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। চলতি মাসের শুরুতে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকদের চালানো দাঙ্গার পরিপ্রেক্ষিতে সেনাপ্রধানকে বরখাস্ত করা হল। গত ৮ জানুয়ারি বলসোনারোর সমর্থকরা সংসদ, প্রেসিডেন্ট প্রাসাদ এবং ব্রাসিলিয়াতে সুপ্রিম কোর্টে হামলা চালানোর কয়েক সপ্তাহ পরে এই পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট লুলা। দাঙ্গাকারীরা নির্বাচনে লুলার জয়কে বাতিল করতে সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিল। দাঙ্গার পরপরই লুলা বলেন, এই বিক্ষোভে ‘সশস্ত্র বাহিনীর’ সদস্যরা জড়িত থাকার সন্দেহ করছেন তিনি। সম্প্রতি বামপন্থী এই ব্রাজিলিয়ান নেতা বলেন, তার সরকার ডানপন্থী বলসোনারোর অনুগতদের নিরাপত্তা বাহিনী থেকে সরিয়ে দেবে। বিক্ষোভের পরই তিনি তার নিরাপত্তা পরিষদ থেকে কয়েক ডজন সৈন্যকে সরিয়ে দেন। এ ঘটনায় প্রায় ২,০০ মানুষকে আটকের কথা জানিয়েছিল ব্রাজিলের কেন্দ্রীয় পুলিশ, তাদের মধ্যে ১,২০০ এখনও ছাড়া পায়নি। এছাড়া বিক্ষোভে বলসোনারোর উসকানি থাকার অভিযোগে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বলসোনারো একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। তিনি প্রেসিডেন্ট থাকাকালীন সশস্ত্র বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। সেনা প্রধানকে বরখাস্ত করা নিয়ে কোনও বিবৃতিতে দেননি লুলা। সেনাপ্রধান আররুদার স্থলাভিষিক্ত হয়েছেন জেনারেল টমাস মিগুয়েল রিবেইরো।

 

আরও পড়ুন: রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীকে সরাতে পারেন? প্রশ্ন Asaduddin Owaisi-র