চিত্রগ্রাহক গিল্ডে আর্থিক তছরুপ, প্রতিবাদে সভাপতির পদত্যাগ

- আপডেট : ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
- / 88
পুবের কলম, ওয়েবডেস্ক: চিত্রগ্রাহক গিল্ডের সভপতি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। চিত্রগ্রাহক সংগঠন বা ডিওপি গিল্ডের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ জানিয়ে তাঁর পদত্যাগ। গিল্ডের সদস্যদের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন বলে খবর। বৃহস্পতিবর সকালে ডিওপি গিল্ড সভাপতি বিশ্বজিতের লিখিত একটি চিঠি প্রকাশ্যে আসে। সংগঠনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। টাকা নয়ছয়ের পাশাপাশি আরও অভিযোগ রয়েছে গিল্ডের বিরুদ্ধে। যা থানা-পুলিশ হয়ে আদালত পর্যন্ত পৌঁছেছে। সংগঠনের সাধারণ সদস্যদের আদালত থেকে ছাড়পত্র এনে সংগঠনের আলোচনাসভায় যোগ দিতে হচ্ছে। ৮৩ বছর বয়সে এসে তিনি এই অন্যায় মেনে নিতে পারছেন না বলে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করছেন সূত্রের খবর।
আরও পড়ুন: প্রাণনাশের হুমকি নিয়ে মুখ খুললেন ভাইজান, ভাগ্যে যা লেখা আছে তাই হবে
এই অভিযোগ অস্বীকার করেছেন কার্যকরী সম্পাদক স্বপন মজুমদার। তার পাল্টা যুক্তি, “বিশ্বজিৎবাবু আমাদের জানিয়েছেন, তিনি অসুস্থতার কারণে পদত্যাগ করতে চান। এই ধরনের কোনও অভিযোগ তিনি জানাননি। একই সঙ্গে তিনি নিজে এসে এই চিঠি জমা দেননি।” তিনি আরও সংযোজন করেন, “সভাপতি যেহেতু নিজে এই চিঠি দেননি, তাই তিনিই যে এই অভিযোগ জানিয়েছেন তা প্রমাণিত নয়।”
বিশ্বজিৎবাবুর সই জাল করে অন্য কেউ এই চিঠি লিখেছেন কিনা সে নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন স্বপন মজুমদা। এই সম্ভবনাকে একদম উড়িয়ে দেননি তিনি। সে কারণে আলোচনার জন্য সভাপতিকে ডেকে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।