আফগানি হিন্দু-শিখ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সাক্ষাৎ
- আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২২, শনিবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্কঃ শনিবার আফগানিস্তানের শিখ ও হিন্দুদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেন। ভারতে বিপুল সংখ্যক আফগান শিখ ও হিন্দু বসবাস করে। গত বছর তালেবানরা আফগানিস্তানে ক্ষমতা দখলের পর, ভারত সরকার তাদের অনেককে সেখান থেকে বের করে নিয়ে আসে। এদিন তাঁর সাত নম্বর দিল্লির লোক কল্যাণ মার্গের বাড়িতেই অতিথিদের আপ্যায়ন করেন প্রধাননন্ত্রী। গত বছর অগাস্ট মাসে তালিবানরা কাবুল দখল করার পর থেকেই সংকটের মুখোমুখি হয়েছে আফগানিস্তানের সাধারণ নাগরিকরা। সংকটে পড়েছেন সেদেশে বসবাসকারী শিখ ও হিন্দু পরিবারগুলি। সেই সময় কেন্দ্রীয় সরকার জানিয়েছিল আফগানিস্তানে সমস্যায় পড়া হিন্দু ও শিখদের পাশে থাকবে ভারত। এদিন বৈঠকের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফোরাম অনুরোধ করেছিল আফগানিস্তানে তালিবানদের অত্যাচারের হাত থেকে বাঁচাতে যেসব শিখ ও হিন্দুরা পালিয়ে এসেছে তাদের যেন সাহায্য করা হয়। এছাড়া আফগান শরণার্থীদের ভিসার জন্য ‘সিঙ্গেল-উইন্ডো’ সুবিধার দাবি
নাগরিকদের সংগঠন ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফোরাম (আইডব্লিউএফ) শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতে আফগান হিন্দু ও শিখ শরণার্থীদের জন্য ‘একক-উইন্ডো’ সুবিধা সহ নতুন ভিসা চালু করার আহ্বান জানিয়েছে।
অতিথিদের সঙ্গে তোলা বেশ কিছু পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার একটিতে অতিথিরা প্রধানমন্ত্রীকে একটি কৃপান উপহার দিচ্ছেন। মোদির হাতে অতিথিরা সংশাপত্রও তুলে দেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও মীনাক্ষী লেখি।