রাজভবনে আটকে থাকা বিল প্রসঙ্গে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

- আপডেট : ২৭ জুলাই ২০২২, বুধবার
- / 49
পুবের কলম প্রতিবেদক: বিধানসভায় আটকে একের পর এক বিল। রাজ্যের অস্থায়ী রাজ্যপাল লা গনেশনের সঙ্গে দেখা করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল ১১ টা নাগাদ তিনি রাজভবনে যান। রাজভবনে তখন ছিলেন রাজ্যপাল। তার সঙ্গে মিনিট ৩০ আলোচনা করে ফিরে আসেন তিনি। অধ্যক্ষ সংবাদ মাধ্যমে এই নিয়ে কোন প্রতিক্রিয়া না দিলেও ঘনিষ্ট মহলে তিনি জানিয়েছেন তাতে।
এ দিনের এই সাক্ষাৎ মূলত ছিল সৌজন্য সাক্ষাৎ। তবে হাওড়া বিল সহ একাধিক বিল এই মুহূর্তে রাজভবনে আটকে রয়েছে। সেইমতো, এদিন তা নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়। জানা গিয়েছে রাজ্যপাল তাকে জানিয়েছেন, তার এই স্বল্প মেয়াদের মধ্যে যতটুকু তার পক্ষে করা সম্ভব তিনি করবেন। এর জন্য যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় তিনি নেবেন।