২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইন্তেকাল করলেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমান, শোকজ্ঞাপন শেখ হাসিনার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২২, শনিবার
  • / 71

পুবের কলম, ওয়েবডেস্কঃ ইন্তেকাল করলেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমান। শনিবার বিকেল ৪টে নাগাদ ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন তিনি। পীর হাবিবুর রহমান ছিলেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক।  ঘটনায় গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে আইসিইউ তে রাখা হয়েছিল তাঁকে। বিশিষ্ট এই সাংবাদিকের মৃত্যুর খবর জানান হাসপাতালের চিকিৎসকেরা। এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান স্ট্রোক হলে, তাঁকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে।

আরও পড়ুন: ইন্তেকাল করলেন কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

গত বছরের অক্টোবরে মুম্বাই জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে ক্যানসার মুক্ত হন পীর হাবিবুর রহমান। কিন্তু গত ২২ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হন। এরপর বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর পরামর্শে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।

আরও পড়ুন: প্রয়াত রামকৃষ্ণ মঠ, মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দজি মহারাজ,  শোকবার্তা মুখ্যমন্ত্রীর

সাংবাদিক,  রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের সুনামগঞ্জ শহরে  ১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। আজ তাঁর মরদেহ উত্তরার বাসায় নেওয়া হবে।

আরও পড়ুন: জয়নগরে জলসা অনুষ্ঠানে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত ৪ সহ আহত ১০, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

রবিবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহিদ মিনারে তাঁর মরদেহ রাখা থাকবে। জোহর জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পীর হাবিবুর রহমানের মরদেহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেওয়া হবে। বেলা ৩টায় মরদেহ তাঁর প্রিয় কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে নেওয়া হবে।  বাদ জোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদে এবং নিজ গ্রাম মাইজবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন পীর হাবিবুর রহমান।

 

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইন্তেকাল করলেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমান, শোকজ্ঞাপন শেখ হাসিনার

আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ইন্তেকাল করলেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমান। শনিবার বিকেল ৪টে নাগাদ ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন তিনি। পীর হাবিবুর রহমান ছিলেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক।  ঘটনায় গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে আইসিইউ তে রাখা হয়েছিল তাঁকে। বিশিষ্ট এই সাংবাদিকের মৃত্যুর খবর জানান হাসপাতালের চিকিৎসকেরা। এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান স্ট্রোক হলে, তাঁকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে।

আরও পড়ুন: ইন্তেকাল করলেন কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

গত বছরের অক্টোবরে মুম্বাই জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে ক্যানসার মুক্ত হন পীর হাবিবুর রহমান। কিন্তু গত ২২ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হন। এরপর বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর পরামর্শে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন।

আরও পড়ুন: প্রয়াত রামকৃষ্ণ মঠ, মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দজি মহারাজ,  শোকবার্তা মুখ্যমন্ত্রীর

সাংবাদিক,  রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের সুনামগঞ্জ শহরে  ১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। আজ তাঁর মরদেহ উত্তরার বাসায় নেওয়া হবে।

আরও পড়ুন: জয়নগরে জলসা অনুষ্ঠানে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত ৪ সহ আহত ১০, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

রবিবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহিদ মিনারে তাঁর মরদেহ রাখা থাকবে। জোহর জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পীর হাবিবুর রহমানের মরদেহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেওয়া হবে। বেলা ৩টায় মরদেহ তাঁর প্রিয় কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে নেওয়া হবে।  বাদ জোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদে এবং নিজ গ্রাম মাইজবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন পীর হাবিবুর রহমান।