০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

লকডাউনের বিরুদ্ধে কলকাতায় বিক্ষোভ

রফিকুল হাসান
  • আপডেট : ১১ জানুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 40

প্রতিবাদ... কলকাতার মৌলালীতে ছবিটি তুলেছেন খালিদুর রহিম।

আসিফ রেজা আনসারী: করোনার নাম করে দেশব্যাপী লকডাউন করা হয়েছে, আর তার ফলে সাধারণ গরিব মানুষ বেকায়দায় পড়েছেন। তাদের রুজিরুটি আজ সংকটাপন্ন, তাই কোনভাবেই মেনে নেওয়া যায় না লকডাউন। লোকাল ট্রেন সহ সবকিছুই স্বাভাবিক করতে হবে, খুলতে হবে স্কুল-কলেজ, সমস্ত রকমের শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার মৌলালি মোড়ে এভাবে বিক্ষোভ দেখালেন বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মীরা।

এদিন তারা দাবি জানান, আংশিক বা পূর্ণাঙ্গ কোন রকমই লকডাউন চলবে না। দিন এবং রাতের যেকোনো লোকাল ট্রেন বন্ধ করা চলবে না। অবিলম্বে সমস্ত শ্রেনির পঠন-পাঠন চালু করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান না খুলে কোন রকম মেলা, খেলা কিংবা ভোট করা চলবে না। লকডাউনে ক্ষতিগ্রস্ত কৃষক ছোট চাষি এবং শ্রমিক পেশার মানুষদের উপযুক্ত আর্থিক সাহায্যের বন্দোবস্ত করতে হবে।

আরও পড়ুন: দেশে করোনা রোগীর সংখ্যা ৩ হাজারের কাছে, বাড়ছে মৃত্যুও

কেন্দ্রীয় সরকার নতুন শ্রম আইন এনেছে তা বাতিল করতে হবে বলেও দাবি ওঠে। অঙ্গনওয়াড়ি মিড-ডে-মিল সহ সমস্ত জায়গায় শুকনো খাবারের বদলে ফের রান্না করা খাবার প্রদান করতে হবে, দূরপাল্লার ট্রেনের স্লিপার ক্লাসের পাশাপাশি সাধারণ যাত্রী কামরা চালু করতে হবে বলেও দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন: কলকাতায় আক্রান্ত আরও ২, রাজ্যে করোনা পজিটিভ ১৮

আরও পড়ুন: কোভিডের পর এবার রহস্যময় নিউমোনিয়া চিনে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লকডাউনের বিরুদ্ধে কলকাতায় বিক্ষোভ

আপডেট : ১১ জানুয়ারী ২০২২, মঙ্গলবার

আসিফ রেজা আনসারী: করোনার নাম করে দেশব্যাপী লকডাউন করা হয়েছে, আর তার ফলে সাধারণ গরিব মানুষ বেকায়দায় পড়েছেন। তাদের রুজিরুটি আজ সংকটাপন্ন, তাই কোনভাবেই মেনে নেওয়া যায় না লকডাউন। লোকাল ট্রেন সহ সবকিছুই স্বাভাবিক করতে হবে, খুলতে হবে স্কুল-কলেজ, সমস্ত রকমের শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার মৌলালি মোড়ে এভাবে বিক্ষোভ দেখালেন বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মীরা।

এদিন তারা দাবি জানান, আংশিক বা পূর্ণাঙ্গ কোন রকমই লকডাউন চলবে না। দিন এবং রাতের যেকোনো লোকাল ট্রেন বন্ধ করা চলবে না। অবিলম্বে সমস্ত শ্রেনির পঠন-পাঠন চালু করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান না খুলে কোন রকম মেলা, খেলা কিংবা ভোট করা চলবে না। লকডাউনে ক্ষতিগ্রস্ত কৃষক ছোট চাষি এবং শ্রমিক পেশার মানুষদের উপযুক্ত আর্থিক সাহায্যের বন্দোবস্ত করতে হবে।

আরও পড়ুন: দেশে করোনা রোগীর সংখ্যা ৩ হাজারের কাছে, বাড়ছে মৃত্যুও

কেন্দ্রীয় সরকার নতুন শ্রম আইন এনেছে তা বাতিল করতে হবে বলেও দাবি ওঠে। অঙ্গনওয়াড়ি মিড-ডে-মিল সহ সমস্ত জায়গায় শুকনো খাবারের বদলে ফের রান্না করা খাবার প্রদান করতে হবে, দূরপাল্লার ট্রেনের স্লিপার ক্লাসের পাশাপাশি সাধারণ যাত্রী কামরা চালু করতে হবে বলেও দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন: কলকাতায় আক্রান্ত আরও ২, রাজ্যে করোনা পজিটিভ ১৮

আরও পড়ুন: কোভিডের পর এবার রহস্যময় নিউমোনিয়া চিনে