২০ অক্টোবর ২০২৫, সোমবার, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গর্বিত ভারত, দক্ষিণী ছবি ‘আরআরআর’-গান নাট্টু নাট্টু’র হাত ধরে দেশে এল অস্কার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ মার্চ ২০২৩, সোমবার
  • / 43

পুবের কলম, ওয়েবডেস্ক: ‘আরআরআর’-গান নাট্টু নাট্টু’র হাত ধরে ভারতে এল অস্কার পুরস্কার। ১৪ বছরের অপেক্ষার অবসান কাটিয়ে দেশের কপালে এই সাফল্যের পালক এল। এর আগে গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছিল রাজামৌলীর ‘আরআরআর ছবির ‘নাট্টু নাট্টু’ গানটি। এক কথায়, এবার রেকর্ড গড়েছে আরআরআর। বেস্ট অরিজিনাল সংয়ের পুরস্কার জিতে নিয়েছে অস্কারের মঞ্চে। সম্মানিত গোট দেশ।

অস্কার ২০২৩-এর মনোনয়ন পেয়ে আরও একবার খবরের শিরোনামে নাম লিখিয়েছিল রাম চরণ ও জুনিয়ার এনটিআর অভিনীত এই গান। ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে মনোনয়ন পেয়েছিল গানটি। ওই একই বিভাগে প্রতিযোগিতায় ছিল, ‘টেল ইট লাইক অ্যা ওম্যান’ ছবির অ্যাপলজ, ‘টপ গান ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক পান্থার ওয়াকান্ডা ফরএভারের’ লিফট মি আপের মতো গান।

আরও পড়ুন: অস্কারের সেরা সিনেমা ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’

অস্কারের আনন্দেউচ্ছ্বসিত গোটা ‘আরআরআর’ টিম। তেলুগু গান হিসেবে নাট্টু নাট্টুর কাছে এ এক বিরাট প্রাপ্তি। ‘আরআরআর’ ছবির তরফে খবরটি ইতিমধ্যেই সামনে আনা হয়েছে।

মনোনয়ন পাওয়ার খবর শেয়ার করে আরআরআর-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, “‘নাট্টু নাট্টু’ শ্রেষ্ঠ অরিজিনাল সং বিভাগে মনোনয়ন পেয়েছে। এই খবর শেয়ার করে আমরা গর্বিত।”

এমএম কিরাভানি, কলা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জের কণ্ঠে এই গান বর্তমানে গোটা বিশ্বে চর্চায়। প্রায় সাড়ে চারশো কোটি টাকা দিয়ে বানানো এই ছবি ব্যবসা করেছিল ১২০০ কোটি টাকার। রামচরণ ও জুনিয়র এনটিআরের অভিনয় তো প্রশংসিত হয়েছিল, একই সঙ্গে ছবির চিত্রনাট্য, প্রেক্ষাপটও বেশ মনে ধরেছিল দর্শকের। ছবিতে বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল আলিয়া ভাট ও অজয় দেবগণকে। দক্ষিণের দুই স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু ও কোমারাম ভীমের লড়াইয়ের উপর তৈরি হয়েছে সিনেমার কাহিনি। ভারতীয়দের উপর ব্রিটিশ অত্যাচার, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কাহিনি তুলে ধরা হয়েছে।

অন্যদিকে, সোমবার লস অ্যঞ্জলসের ডলবি থিয়েটারে ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ডকুমেন্টরি শর্ট বিভাগে সেরা তথ্যচিত্র হিসাবে সম্মানিত হল ‘The Elephant Whisperers’। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক কার্তিকি গঞ্জালভিজ। প্রযোজক গুনিত মঙ্গা। মানুষ আর পশুর মধ্য সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হয়েছে এই তথ্যচিত্র। তথ্যচিত্রে হাতিদের রক্ষা করার বিশেষ বার্তাই দিয়েছে এই তথ্যচিত্রটি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গর্বিত ভারত, দক্ষিণী ছবি ‘আরআরআর’-গান নাট্টু নাট্টু’র হাত ধরে দেশে এল অস্কার

আপডেট : ১৩ মার্চ ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ‘আরআরআর’-গান নাট্টু নাট্টু’র হাত ধরে ভারতে এল অস্কার পুরস্কার। ১৪ বছরের অপেক্ষার অবসান কাটিয়ে দেশের কপালে এই সাফল্যের পালক এল। এর আগে গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছিল রাজামৌলীর ‘আরআরআর ছবির ‘নাট্টু নাট্টু’ গানটি। এক কথায়, এবার রেকর্ড গড়েছে আরআরআর। বেস্ট অরিজিনাল সংয়ের পুরস্কার জিতে নিয়েছে অস্কারের মঞ্চে। সম্মানিত গোট দেশ।

অস্কার ২০২৩-এর মনোনয়ন পেয়ে আরও একবার খবরের শিরোনামে নাম লিখিয়েছিল রাম চরণ ও জুনিয়ার এনটিআর অভিনীত এই গান। ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে মনোনয়ন পেয়েছিল গানটি। ওই একই বিভাগে প্রতিযোগিতায় ছিল, ‘টেল ইট লাইক অ্যা ওম্যান’ ছবির অ্যাপলজ, ‘টপ গান ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক পান্থার ওয়াকান্ডা ফরএভারের’ লিফট মি আপের মতো গান।

আরও পড়ুন: অস্কারের সেরা সিনেমা ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’

অস্কারের আনন্দেউচ্ছ্বসিত গোটা ‘আরআরআর’ টিম। তেলুগু গান হিসেবে নাট্টু নাট্টুর কাছে এ এক বিরাট প্রাপ্তি। ‘আরআরআর’ ছবির তরফে খবরটি ইতিমধ্যেই সামনে আনা হয়েছে।

মনোনয়ন পাওয়ার খবর শেয়ার করে আরআরআর-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, “‘নাট্টু নাট্টু’ শ্রেষ্ঠ অরিজিনাল সং বিভাগে মনোনয়ন পেয়েছে। এই খবর শেয়ার করে আমরা গর্বিত।”

এমএম কিরাভানি, কলা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জের কণ্ঠে এই গান বর্তমানে গোটা বিশ্বে চর্চায়। প্রায় সাড়ে চারশো কোটি টাকা দিয়ে বানানো এই ছবি ব্যবসা করেছিল ১২০০ কোটি টাকার। রামচরণ ও জুনিয়র এনটিআরের অভিনয় তো প্রশংসিত হয়েছিল, একই সঙ্গে ছবির চিত্রনাট্য, প্রেক্ষাপটও বেশ মনে ধরেছিল দর্শকের। ছবিতে বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল আলিয়া ভাট ও অজয় দেবগণকে। দক্ষিণের দুই স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু ও কোমারাম ভীমের লড়াইয়ের উপর তৈরি হয়েছে সিনেমার কাহিনি। ভারতীয়দের উপর ব্রিটিশ অত্যাচার, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কাহিনি তুলে ধরা হয়েছে।

অন্যদিকে, সোমবার লস অ্যঞ্জলসের ডলবি থিয়েটারে ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ডকুমেন্টরি শর্ট বিভাগে সেরা তথ্যচিত্র হিসাবে সম্মানিত হল ‘The Elephant Whisperers’। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক কার্তিকি গঞ্জালভিজ। প্রযোজক গুনিত মঙ্গা। মানুষ আর পশুর মধ্য সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হয়েছে এই তথ্যচিত্র। তথ্যচিত্রে হাতিদের রক্ষা করার বিশেষ বার্তাই দিয়েছে এই তথ্যচিত্রটি।