মাতাল মার্সিডিজ চালকের জয় রাইডে গুরুতর আহত পুবের কলম-এর সংবাদ-কর্মী পার্থ প্রতীম দাস

- আপডেট : ১৮ অগাস্ট ২০২৫, সোমবার
- / 48
পুবের কলম প্রতিবেদকঃ পুবের কলম পত্রিকার সংবাদ-কর্মী পার্থ প্রতীম দাস যখন চা খেয়ে কার্যালয়ে ফিরছিলেন তাকে এক ‘মাতাল’ যুবক নিজের মার্সিডিজ গাড়ি দ্বারা সজোরে ধাক্কা দেয়। ওই বেপরোয়া গাড়ির চালকের নাম রিমাংশু রাতারিয়া। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান এবং পুলিশ সূত্রেও বলা হয়, ওই গাড়িতে তার সঙ্গে আরও দু’জন তরুণী ছিল।
তারা রবিবারের বিকেলে পার্ক স্ট্রিট ধরে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে জয় রাইড করছিল। মার্সিডিজটি সংবাদ-কর্মী পার্থ প্রতীম দাসকে গুরুতর রূপে আহত করে। তার মাথা থেকে প্রচুর রক্ত ক্ষরণ হতে থাকে এবং পার্থ সংজ্ঞা হারায়।
ওই সল্টলেক সেক্টর ১-এর বাসিন্দা রিমাংশু রাতারিয়া পার্থ দাসকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কোনও চেষ্টা না করে পালিয়ে যাওয়ার তোড়জোড় করে। কিন্তু স্থানীয় প্রত্যক্ষদর্শী তাকে পাকড়াও করে। রিমাংশু রাতারিয়ার দুই সঙ্গীনী ‘হাম লোগ কুছ ন্যাহি জানতা বাবা’ বলে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। মহিলা বিধায় স্থানীয় ব্যক্তিরা তাদের আটকানোর চেষ্টা করেনি। নিকটস্থ পার্ক স্ট্রিট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পার্থকে প্রথমে মার্সি হাসপাতালে নিয়ে যায়।
কিন্তু ওই হাসপাতালের চিকিৎসকরা জানান, সংবাদ-কর্মী পার্থ দাস গুরুতর জখম হয়েছেন। তার চিকিৎসা করার মতো পরিকাঠামো তাদের হাসপাতালে নেই। পার্ক স্ট্রিট থানার ওসি বাপ্পাদিত্য নস্কর দ্রুত ব্যবস্থা নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে পার্থকে এসএসকেএম-এর ট্রমা কেয়ারে নিয়ে যান। ট্রমা কেয়ারে পার্থর জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়। তার সিটি স্ক্যান, সারা দেহ এক্স-রে এবং ইউএসজি করা হয়। দক্ষ নার্স ও ডাক্তাররা পার্থর রক্তক্ষরণ বন্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেন।
পরে লালবাজার প্রেস বিজ্ঞপ্তি থেকে পুবের কলম কর্তৃপক্ষ ও সাংবাদিকরা পার্থর দূর্ঘটনার খবর জানতে পারেন এবং তারা দ্রুত এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান। পার্থ প্রতীম দাসকে এখন সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তাঁর বাড়ির লোকেরাও এসএসকেএম হাসপাতালে উপস্থিত হন। সার্জিক্যাল ওয়ার্ডে পার্থর পরবর্তী চিকিৎসা চলছে।
এদিকে আটককৃত রিমাংশু রাতারিয়া পুলিশের জেরার উত্তরে জানায়, তার দুই সঙ্গীনী দুদিকে তার হাত টেনে ধরায় সে ভারসাম্য হারিয়ে পার্থকে ধাক্কা মারে। তার কোনও দোষ ছিল না। আপাতত পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং সে পার্ক স্ট্রিট থানায় গারদে রয়েছে।
এদিকে এসএসকেএম-এর চিকিৎসকরা বলেছেন, তারা আশা করছেন পার্থ শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
