২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান বন্ধ রাখার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

চামেলি দাস
  • আপডেট : ২৪ জুন ২০২৫, মঙ্গলবার
  • / 203

পুবের কলম ওয়েবডেস্ক: আমদাবাদ বিমান দুর্ঘটনার জেরে এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের সমস্ত উড়ান স্থগিত রাখার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। মামলাটি করেছেন অজয় বনসল নামে এক ব্যক্তি। কেন্দ্রীয় সরকার, ডিজিসিএ, এয়ার ইন্ডিয়া এবং বুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি।

১২ জুন, আমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ বিমানটি। বিমানে ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন। দুর্ঘটনায় প্রাণ হারান ২৪১ জন। এই বিমান দুর্ঘটনায় একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আগামী দু’সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা বিষয়ক পরীক্ষা না হওয়া পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান স্থগিত রাখার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশে কীভাবে বিমান দুর্ঘটনা? খতিয়ে দেখবে সরকার জানালেন আইনি উপদেষ্টা নজরুল

এয়ার ইন্ডিয়া ও ভারতের অন্যান্য বেসরকারি বিমান সংস্থার সমস্ত উড়ানের অডিটের জন্য ডিজিসিএ-কে নির্দেশ দেওয়ার কথা মামলায় দাবি করা হয়েছে। সেই রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং নিরাপত্তার ঘাটতি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা মামলায় নথিভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

পিটিশনে বলা হয়েছে, সব বিমান পুরোপুরি কার্যকর অবস্থায় নেই। আন্তর্জাতিক যাত্রী পরিষেবার জন্য নির্ধারিত পরিকাঠামো নেই। সেগুলিকে অবিলম্বে গ্রাউন্ড করে দেওয়ার দাবি তোলা হয়েছে। নিরাপত্তা পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা বলা হয়েছে। যেখানে খামতি থাকবে, সেখানে জরিমানা বা অবিলম্বে সংশোধনের নির্দেশ দিওয়ার জন্যও আবেদন করা হয়েচে। ভারতের সব বিমানের ক্ষেত্রে বৈজ্ঞানিক প্রযুক্তি ও কঠোর নিরাপত্তা পরীক্ষা চালানোর পাশাপাশি বিমান উড়তে পারার শারীরিক সক্ষমতা পুনরায় যাচাই করার কথাও মামলায় যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান বন্ধ রাখার আবেদন, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

আপডেট : ২৪ জুন ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: আমদাবাদ বিমান দুর্ঘটনার জেরে এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের সমস্ত উড়ান স্থগিত রাখার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। মামলাটি করেছেন অজয় বনসল নামে এক ব্যক্তি। কেন্দ্রীয় সরকার, ডিজিসিএ, এয়ার ইন্ডিয়া এবং বুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি।

১২ জুন, আমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ বিমানটি। বিমানে ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন। দুর্ঘটনায় প্রাণ হারান ২৪১ জন। এই বিমান দুর্ঘটনায় একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আগামী দু’সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা বিষয়ক পরীক্ষা না হওয়া পর্যন্ত এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানের উড়ান স্থগিত রাখার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশে কীভাবে বিমান দুর্ঘটনা? খতিয়ে দেখবে সরকার জানালেন আইনি উপদেষ্টা নজরুল

এয়ার ইন্ডিয়া ও ভারতের অন্যান্য বেসরকারি বিমান সংস্থার সমস্ত উড়ানের অডিটের জন্য ডিজিসিএ-কে নির্দেশ দেওয়ার কথা মামলায় দাবি করা হয়েছে। সেই রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং নিরাপত্তার ঘাটতি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা মামলায় নথিভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

পিটিশনে বলা হয়েছে, সব বিমান পুরোপুরি কার্যকর অবস্থায় নেই। আন্তর্জাতিক যাত্রী পরিষেবার জন্য নির্ধারিত পরিকাঠামো নেই। সেগুলিকে অবিলম্বে গ্রাউন্ড করে দেওয়ার দাবি তোলা হয়েছে। নিরাপত্তা পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা বলা হয়েছে। যেখানে খামতি থাকবে, সেখানে জরিমানা বা অবিলম্বে সংশোধনের নির্দেশ দিওয়ার জন্যও আবেদন করা হয়েচে। ভারতের সব বিমানের ক্ষেত্রে বৈজ্ঞানিক প্রযুক্তি ও কঠোর নিরাপত্তা পরীক্ষা চালানোর পাশাপাশি বিমান উড়তে পারার শারীরিক সক্ষমতা পুনরায় যাচাই করার কথাও মামলায় যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল