জনসমর্থন! হরিয়ানার সোনিপথে ধানখেতে কৃষকদের সঙ্গে ধান পুঁতলেন রাহুল

- আপডেট : ৮ জুলাই ২০২৩, শনিবার
- / 128
পুবের কলম, ওয়েবডেস্ক : লোকসভা ভোটের আগে জনসমর্থন কুড়োতে এক অন্য রূপে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে। হিমাচলে যাওয়ার সময় হরিয়ানার সোনিপথে হঠাৎ করে কনভয় থামিয়ে দেন রাহুল। তারপরেই ট্রাউজার গুটিয়ে কাদামাখা ধানখেতে তড়তড়িয়ে নেমে যান তিনি। সেখানে প্রায় হাঁটু অবধি জলে দাঁড়িয়ে কৃষকদের সঙ্গে কথা বলতে দেখা যায় কংগ্রেস নেতাকে।
শনিবার সকালে রাহুল গান্ধিকে কৃষকদের সঙ্গে সোনিপথের মাদিনা গ্রামে ধানের চারা রোপণ করতেও দেখা যায়। তিনি ধানখেতে নেমে ট্রাক্টর চালিয়ে লাঙ্গল দিয়ে কৃষকদের সঙ্গে ধান রোপন করেন।
উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা নির্বাচন। এর আগে ‘ভারত জোড়ো’ যাত্রা করে জনসমর্থন কুড়িয়েছেন রাহুল। এর পরে কর্নাটকের ভোটে বিজেপিকে হারিয়ে একক সংখ্যা গরিষ্ঠতা পায় কংগ্রেস। এবার লোকসভা ভোটের আগে জনসমর্থন পেতে এক অন্য রূপে দেখা গেল রাহুলকে। সম্প্রতি তিনি দিল্লির করোলবাগ এলাকায় একটি বাইক মেকানিক ওয়ার্কশপ পরিদর্শন করেন। কর্মশালায় গাড়ি সারাইকারিদের সঙ্গে কথোপকথন ও ভাঙা গাড়ি মেরামতিতে সাহায্য করতেও দেখা যায় তাকে।
তবে হরিয়ানায় ধানখেতে নেমে রাহুলের কৃষকদের সঙ্গে কথোপকথনের বিষয়ে মন্তব্য করেন রাজ্যের কৃষিমন্ত্রী জেপি দালাল। মন্ত্রী বলেন, হরিয়ানার মনোরম পরিবেশে পিকনিক করতে এসেছেন রাহুল গান্ধি। রাজ পরিবারে জন্মগ্রহণ করেছেন রাহুল। ৪৫ ডিগ্রি তাপমাত্রায় ধানখেতে নামলে তিনি কৃষকদের কষ্টটা বুঝতে পারতেন।