০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আজ টোকিওতে পদকের লড়াইতে ভারতের দুই কন্যা পূজা -সিন্ধু

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩১ জুলাই ২০২১, শনিবার
  • / 25

পুবের কলম, ওয়েবডেস্কঃ ডিসকাসে স্বপ্নের থ্রো করে কমলপ্রীত কাউর পৌঁছে গিয়েছেন  টোকিও অলিম্পিকের ফাইনালে। আজ পদকের  জন্য  ঝাঁপাবেন ভারতের আরও  দুই  কন্যা। বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে নামবেন পূজা রানি। জিতে সেমিফাইনালে পৌঁছোলেই ভারতে বক্সিংয়ে দ্বিতীয় পদক নিশ্চিত হবে। অন্যদিকে সারা দেশের শুভেচ্ছা নিয়ে আজ সেমিফাইনালে লড়বেন  পিভি সিন্ধু। ফাইনালে  উঠতে পারলেই  সোনা অথবা রুপো নিশ্চিত করবেন তিনি। মহিলা সিঙ্গলস সেমিফাইনালে খেলবেন সিন্ধু। তাঁর প্রতিপক্ষ চিনের তাই জু-ইং। দুপুর আড়াইটা নাগাদ ওই খেলাটি হওয়ার কথা। এর আগে এই দুই প্রতিদ্বন্দ্বী ১৮ বার মুখোমুখি হয়েছেন। তার মধ্যে ১৩ বার পরাজিত হয়েছেন সিন্ধু। ফলে আজ তাঁর জন্য লড়াইটাও বেশ কঠিন। আর জিততে পারলে পদকের দৌড়ে এগিয়ে যাবেন পুল্লেলা গোপীচন্দের এই ছাত্রী। আজ নজর থাকবে এই খেলার দিকে।

বিকেল সাড়ে ৩টে নাগাদ মহিলাদের মিডলওয়েট কোয়ার্টার ফাইনালে নামবেন তিনি। বক্সিংয়ে লভলিনার পর পূজা দ্বিতীয় ভারতীয় হিসেবে পদক জিততে পারেন। আজ তাঁকে খেলতে দেখা যাবে চিনের লি কিয়ানের বিরুদ্ধে। এই ম্যাচ জিতলেই কোনও একটি পদক নিশ্চিত পূজার।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ টোকিওতে পদকের লড়াইতে ভারতের দুই কন্যা পূজা -সিন্ধু

আপডেট : ৩১ জুলাই ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ডিসকাসে স্বপ্নের থ্রো করে কমলপ্রীত কাউর পৌঁছে গিয়েছেন  টোকিও অলিম্পিকের ফাইনালে। আজ পদকের  জন্য  ঝাঁপাবেন ভারতের আরও  দুই  কন্যা। বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে নামবেন পূজা রানি। জিতে সেমিফাইনালে পৌঁছোলেই ভারতে বক্সিংয়ে দ্বিতীয় পদক নিশ্চিত হবে। অন্যদিকে সারা দেশের শুভেচ্ছা নিয়ে আজ সেমিফাইনালে লড়বেন  পিভি সিন্ধু। ফাইনালে  উঠতে পারলেই  সোনা অথবা রুপো নিশ্চিত করবেন তিনি। মহিলা সিঙ্গলস সেমিফাইনালে খেলবেন সিন্ধু। তাঁর প্রতিপক্ষ চিনের তাই জু-ইং। দুপুর আড়াইটা নাগাদ ওই খেলাটি হওয়ার কথা। এর আগে এই দুই প্রতিদ্বন্দ্বী ১৮ বার মুখোমুখি হয়েছেন। তার মধ্যে ১৩ বার পরাজিত হয়েছেন সিন্ধু। ফলে আজ তাঁর জন্য লড়াইটাও বেশ কঠিন। আর জিততে পারলে পদকের দৌড়ে এগিয়ে যাবেন পুল্লেলা গোপীচন্দের এই ছাত্রী। আজ নজর থাকবে এই খেলার দিকে।

বিকেল সাড়ে ৩টে নাগাদ মহিলাদের মিডলওয়েট কোয়ার্টার ফাইনালে নামবেন তিনি। বক্সিংয়ে লভলিনার পর পূজা দ্বিতীয় ভারতীয় হিসেবে পদক জিততে পারেন। আজ তাঁকে খেলতে দেখা যাবে চিনের লি কিয়ানের বিরুদ্ধে। এই ম্যাচ জিতলেই কোনও একটি পদক নিশ্চিত পূজার।