২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুণের কলেজে জারি ফতোয়া, মোদির অনুষ্ঠানে পরা যাবেনা কালো রঙের পোশাক,

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ মার্চ ২০২২, সোমবার
  • / 43

পুবের কলম ওয়েবডেস্কঃ এবার রঙে জারি ফতোয়া। পুণের এমআইটি কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকাকালীন কোন কালো রঙের পোশাক পরা যাবেনা, এমনটাই নির্দেশিকা জারি করা হয়।

পুণেতে রবিবার ১ হাজার ৪০০ কোটি টাকার অধিক ব্যয়ে  নির্মিত পুণে মেট্রো প্রকল্পের অধীনে রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি এমআইটি কলেজেও তিনি যান। উদ্বোধন করেন বেশ কয়েকটি প্রকল্পের।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে সুর চড়ালেন প্রধানমন্ত্রী

এই অনুষ্ঠানেই  জারি করা হয় ফতোয়া। বলা হয় কালো রঙের কোন পোশাক, মাস্ক এমনকি মোজা পর্যন্ত পরতে পারবেননা উপস্থিত ব্যক্তিরা।

আরও পড়ুন: ৯০ –পা রাখলেন দালায় লামা, শুভেচ্ছাবার্তা মোদির

সাংবাদিক মঙ্গেশ ফাল্লে, যিনি অনুষ্ঠানটি কভার করছিলেন , তিনিও  জানান যে অনুষ্ঠানস্থলে নিরাপত্তারক্ষীরা তাঁকে তাঁর কালো রঙের মাস্কটি  খুলে ফেলতে বাধ্য করা হয়।

আরও পড়ুন: আমেদাবাদ বিমান দুর্ঘটনা: মোদি-শাহর পদত্যাগ দাবি সুব্রহ্মণ্যম স্বামীর

যদিও এই অনুষ্ঠানে অনুউপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

যদিও নিজেদের মত সাফাই দিয়েছে পুণে পুলিশ। পুনের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্ত বলেন, “কিছু বিভ্রান্তি হয়েছে। কারণ নির্দেশটি পোশাক নিয়ে নয়। নির্দেশটি কালো পতাকা এবং কালো কাপড়ের টুকরো যাতে কেউ সঙ্গে না রাখেন”। প্রধানমন্ত্রীকে  যাতে কেউ কালো কাপড় বা কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে না পারেন সেই জন্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছিল  ব লে দাবি করেন পুণের পুলিশ কমিশনার।

প্রধানমন্ত্রী রবিবার সকালে পুনে পৌঁছানোর আগে, কংগ্রেস এবং এনসিপি কর্মীরা প্রতিবাদ করে। সেখানে তাঁরা অভিযোগ করেন যে মোদি  মহারাষ্ট্রকে অপমান করেছেন। মোদি  দাবী করেছেন যে মহারাষ্ট্র অন্য রাজ্যে কোভিড-১৯ ছড়িয়েছে। বিক্ষোভকারীরা কালো পতাকা এবং প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামে। তাঁদের গায়ে ‘গো ব্যাক মোদি ’ লেখা ছিল। তাঁরা অলকা টকিজ চকের কাছে এবং শহরের অন্যান্য এলাকায় প্রতিবাদ করেন।

মূলত এই ঘটনার জেরেই এমআইটি কলেজে উপস্থিত অতিথিদের কালো পোশাকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুণের কলেজে জারি ফতোয়া, মোদির অনুষ্ঠানে পরা যাবেনা কালো রঙের পোশাক,

আপডেট : ৭ মার্চ ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ এবার রঙে জারি ফতোয়া। পুণের এমআইটি কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকাকালীন কোন কালো রঙের পোশাক পরা যাবেনা, এমনটাই নির্দেশিকা জারি করা হয়।

পুণেতে রবিবার ১ হাজার ৪০০ কোটি টাকার অধিক ব্যয়ে  নির্মিত পুণে মেট্রো প্রকল্পের অধীনে রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি এমআইটি কলেজেও তিনি যান। উদ্বোধন করেন বেশ কয়েকটি প্রকল্পের।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদ নিয়ে সুর চড়ালেন প্রধানমন্ত্রী

এই অনুষ্ঠানেই  জারি করা হয় ফতোয়া। বলা হয় কালো রঙের কোন পোশাক, মাস্ক এমনকি মোজা পর্যন্ত পরতে পারবেননা উপস্থিত ব্যক্তিরা।

আরও পড়ুন: ৯০ –পা রাখলেন দালায় লামা, শুভেচ্ছাবার্তা মোদির

সাংবাদিক মঙ্গেশ ফাল্লে, যিনি অনুষ্ঠানটি কভার করছিলেন , তিনিও  জানান যে অনুষ্ঠানস্থলে নিরাপত্তারক্ষীরা তাঁকে তাঁর কালো রঙের মাস্কটি  খুলে ফেলতে বাধ্য করা হয়।

আরও পড়ুন: আমেদাবাদ বিমান দুর্ঘটনা: মোদি-শাহর পদত্যাগ দাবি সুব্রহ্মণ্যম স্বামীর

যদিও এই অনুষ্ঠানে অনুউপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

যদিও নিজেদের মত সাফাই দিয়েছে পুণে পুলিশ। পুনের পুলিশ কমিশনার অমিতাভ গুপ্ত বলেন, “কিছু বিভ্রান্তি হয়েছে। কারণ নির্দেশটি পোশাক নিয়ে নয়। নির্দেশটি কালো পতাকা এবং কালো কাপড়ের টুকরো যাতে কেউ সঙ্গে না রাখেন”। প্রধানমন্ত্রীকে  যাতে কেউ কালো কাপড় বা কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে না পারেন সেই জন্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছিল  ব লে দাবি করেন পুণের পুলিশ কমিশনার।

প্রধানমন্ত্রী রবিবার সকালে পুনে পৌঁছানোর আগে, কংগ্রেস এবং এনসিপি কর্মীরা প্রতিবাদ করে। সেখানে তাঁরা অভিযোগ করেন যে মোদি  মহারাষ্ট্রকে অপমান করেছেন। মোদি  দাবী করেছেন যে মহারাষ্ট্র অন্য রাজ্যে কোভিড-১৯ ছড়িয়েছে। বিক্ষোভকারীরা কালো পতাকা এবং প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামে। তাঁদের গায়ে ‘গো ব্যাক মোদি ’ লেখা ছিল। তাঁরা অলকা টকিজ চকের কাছে এবং শহরের অন্যান্য এলাকায় প্রতিবাদ করেন।

মূলত এই ঘটনার জেরেই এমআইটি কলেজে উপস্থিত অতিথিদের কালো পোশাকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।