ট্রাম্প-পুতিনের বৈঠককে স্বাগত জানাল ভারত

- আপডেট : ১৬ অগাস্ট ২০২৫, শনিবার
- / 34
পুবের কলম, ওয়েব ডেস্ক:ট্রাম্প-পুতিনের বৈঠককে স্বাগত জানাল ভারত। শনিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক সংক্ষিপ্ত বিবৃতিতে দুই নেতার বৈঠককে স্বাগত জানিয়ে বলেন, শান্তির খোঁজে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
কেবল আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো সম্ভব বলেও জানান। গোটা বিশ্ব দ্রুত এই যুদ্ধের শেষ দেখতে চাইছে বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।
আলাস্কা বৈঠকে ট্রাম্প ও পুতিন প্রায় তিন ঘণ্টা আলোচনা করেন। তবে যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতা হয়নি। বৈঠক শেষে দুই নেতা সাংবাদিকদের প্রশ্ন না নিয়েই বিবৃতি দেন।
ট্রাম্প বলেন, ‘অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, তবে কিছু জায়গায় এখনো পৌঁছানো যায়নি।’ অন্যদিকে পুতিন জানান, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দুপক্ষ কিছুটা অগ্রগতি করেছে এবং শান্তির পথে এগোতে চায়।