ক্রিমিয়ায় হঠাৎ সফর পুতিনের

- আপডেট : ১৯ মার্চ ২০২৩, রবিবার
- / 16
পুবের কলম,ওয়েবডেস্ক: ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখলের বর্ষপূর্তি উপলক্ষে অঞ্চলটি পরিদর্শনে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার পূর্বঘোষণা না দিয়েই তিনি ক্রিমিয়া চলে যান। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
ক্রিমিয়ায় সেভাস্তোপলের রাশিয়া সমর্থিত গভর্নর মিখাইল রাজভোজায়েভ রুশ প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান। একটি নতুন শিশুকেন্দ্র ও আর্ট স্কুল ও ঘুরে দেখান পুতিনকে। রাশিয়ার কর্মকর্তারা প্রেসিডেন্ট পুতিনের এ সফরকে ‘আকস্মিক সফর’ বলে উল্লেখ করেছেন। এদিকে, রুশ প্রেসিডেন্ট পুতিন আইসিসির পদক্ষেপের বিষয়ে এখনও প্রকাশ্যে মন্তব্য করেননি।
তবে ক্রেমলিন এটিকে ‘মূল্যহীন’ বলে অভিহিত করেছেন। পুতিনের এক মুখপাত্র বলেছেন, রাশিয়া আইসিসির তোলা প্রশ্নকে ‘আপত্তিজনক ও অগ্রহণযোগ্য’ বলে মনে করে। উল্লেখ্য, রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখলে নেয়। ইউক্রেনে অভিযানের আট বছর আগে থেকেই সেই অঞ্চল নিয়ন্ত্রণ করছে পুতিন সরকার। ইউক্রেন বলছে, তারা ক্রিমিয়াসহ অন্যান্য অঞ্চল থেকে রাশিয়াকে বিতাড়িত করতে লড়াই চালিয়ে যাবে।